বিজেপিতে যোগ দিয়েই কু-কথার বান এই সাংসদের মুখে, জুটল সুষমার কড়া ধমক জাতীয় March 14, 2018 একদা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অতি ঘনিষ্ঠ ও সর্বক্ষণের সঙ্গী হিসেবে পরিচিত ছিলেন সদ্য বিজেপিতে যোগদান করা নরেশ আগরওয়াল। দীর্ঘদিন ধরে সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভার আসনে মনোনয়ন পেয়ে আসছিলেন নরেশ আগরওয়াল । কিন্তু বর্তমানে হঠাৎ করেই এই ছবি পালটে যেতে দেখা যায়। নরেশ আগরওয়াল কে রাজ্যসভার আসন থেকে সরিয়ে ঐ আসনে বলিউডের অভিনেত্রী জয়া বচ্চনকে মনোনিত করার সিদ্ধান্ত নেয় সমাজবাদী পার্টি। এরপরেই নরেশ আগরয়ালের সাথে সম্পর্কে ফাটল ধরতে শুরু হয় সমাজবাদী পার্টির। সোমবার রেলমন্ত্রী পীযুষ গোয়েলের উপস্থিতিতে সমাজবাদী পার্টি ছেড়ে বিজেপিতে যোগদান করার পরই জয়া বচ্চন কে নিয়ে তাঁর কটু কথার জন্যে তাঁকে সাবধান করা হয়। দল বদলের পরই সাংবাদিক বৈঠকে তিনি বললেন, ”আমার প্রাক্তন দল আমায় নাচনেওয়ালি ও অভিনেত্রীর সাথে তুলনা করছে। তাই সেই দল ছেড়ে দিতে বাধ্য হলাম।” আর এই মন্তব্যকে ঘিরেই শুরু হয় বিতর্ক। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ স্পষ্ট ভাবেই জানিয়ে দেন জয়া বচ্চনকে নিয়ে নরেশ আগরওয়ালের করা কটূ মন্তব্যকে দল কখনই সমর্থন করবে না । আপনার মতামত জানান -