এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > হেভিওয়েট নেতা যোগ দিচ্ছেন বিজেপিতে! জোর জল্পনা

হেভিওয়েট নেতা যোগ দিচ্ছেন বিজেপিতে! জোর জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিভিন্ন সময় নানা দলবদলের ঘটনা দেখেছে ভারতবর্ষ। আর যিনি কংগ্রেসের, কাল যে তিনি বিজেপিতে যাবেন না, এমন নিশ্চয়তা কেউ কোনো কালেই দিতে পারেনি। কিছুদিন আগেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মত হেভিওয়েট কংগ্রেস নেতা দলের অস্বস্তি বাড়িয়ে যোগ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে। আর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই মধ্যপ্রদেশে কংগ্রেসের অন্দরে ব্যাপক ভাঙ্গন ঘটে। একাধিক বিধায়ক তার সঙ্গে যোগ দেয় গেরুয়া শিবিরে।

আর এবার কি ফের কংগ্রেসের অস্বস্তি বাড়তে চলেছে। বিশেষ সূত্র মারফত খবর, আগামী 24 ঘণ্টার মধ্যেই বিজেপিতে যোগ দিতে পারেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী কংগ্রেসের শচীন পাইলট। জানা গেছে, রবিবার সন্ধ্যায় শচীন পাইলট বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে দেখা করেছেন। প্রায় 40 মিনিট কথা হয় এই দুই নেতার মধ্যে। আর তারপরেই নানা মহলে জল্পনা ছড়িয়ে পড়তে শুরু করে, তাহলে কি রাজস্থানের মুখ্যমন্ত্রীর সঙ্গে মতানৈক্য তীব্র হয়েছে শচীন পাইলটের?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই তিনি এখন বিজেপির সঙ্গে যোগাযোগ করা শুরু করেছেন? তাহলে কি মধ্যপ্রদেশের মত এবার রাজস্থানেও শচীন পাইলট সহ একাধিক কংগ্রেস বিধায়ক ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন? চাপে পড়বে কংগ্রেস? বিশেষ সূত্র মারফত খবর, আগামী 24 ঘণ্টার মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন এই হেভিওয়েট কংগ্রেস নেতা।

আশ্চর্যের ব্যাপার হল, ইতিমধ্যেই শচীন পাইলট দাবি করেছেন যে, তার সঙ্গে 30 জন বিধায়ক রয়েছেন। ফলে তিনি যদি গেরুয়া শিবিরে যোগদান করেন, তাহলে এই 30 জন বিধায়ক যে বিজেপিতে যোগদান করবেন, সেই ব্যাপারটি একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞদের কাছে। আর তাই যদি হয়, তাহলে রাজস্থানে কংগ্রেসের কপালে শনি নাচছে বলেই দাবি রাজনৈতিক মহলের।

একাংশ বলছেন, রাজনীতির খেলায় কখন কে কোন দলে যোগ দেবেন, তা সত্যিই বলা যায় না। এক্ষেত্রে শচীন পাইলটকে নিয়ে ছড়িয়ে পড়া জল্পনা ধীরে ধীরে বাস্তবতার দিকে এগোচ্ছে বলে দাবি করছেন অনেকে। এখন শেষ পর্যন্ত সত্যি সত্যিই কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে শচীন পাইলট গেরুয়া শিবিরে যোগদান করেন, নাকি সবটাই জল্পনার তালিকায় থেকে যায়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!