এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু ঘনিষ্ঠ হেভিওয়েট নেতা, কিন্তু আপত্তি বিজেপির অন্দরেই, জোর সোরগোল রাজ্যে

বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু ঘনিষ্ঠ হেভিওয়েট নেতা, কিন্তু আপত্তি বিজেপির অন্দরেই, জোর সোরগোল রাজ্যে

লোকসভা নির্বাচনে রাজ্যের তৃণমূলের ভরাডুবি এবং বিজেপির প্রবল উত্থান হওয়ায় পরই তৃণমূলের হেভিওয়েট নেতা, জনপ্রতিনিধিরা গেরুয়া শিবিরে নাম লেখাতে শুরু করেন। যার জেরে তৃণমূল যেমন অস্বস্তিতে পড়তে থাকে, ঠিক তেমনই বিজেপির অন্দরেও শুরু হয় দ্বন্দ্ব। এক সময় যে তৃণমূলের দাপুটে নেতাদের বিরুদ্ধে লড়াই করে বিজেপির সুদিন এসেছে, সেই নেতারাই যদি এখন বিজেপিতে আসেন, তাহলে দল কিভাবে এগোবে, তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেন বিজেপির পুরনো কর্মীরা।

আর এই পরিস্থিতিতে রাজ্যের বর্তমান পরিবহন মন্ত্রী তথা দাপুটে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর একদা ঘনিষ্ঠ বলে পরিচিত হলদিয়ার তৃণমূল নেতা মিলন মন্ডলের বিজেপিতে যোগদানের জল্পনা জোরালো হয়ে ফুটে উঠতে শুরু করল। কিন্তু গাজা মামলায় অভিযুক্ত সেই তৃণমূল নেতা মিলন মন্ডলকে এখন দলে নিতে নারাজ বিজেপির একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত 2009 সালে শুভেন্দু অধিকারী সাংসদ হওয়ার পর এই হলদিয়া শিল্পাঞ্চলে কার্যত একচ্ছত্র অধিপতি হয়ে যান তৃণমূল নেতা মিলন মন্ডল। তবে এরপর থেকেই বিভিন্ন অসামাজিক কাজকর্ম ও তোলা আদায়ের অভিযোগে তাকে সরিয়ে দেয় তৃণমূল। আর এরপরই গত লোকসভা ভোটের অনেক আগে থেকেই বিজেপিতে যোগ দেওয়ার জন্য উদগ্রীব হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা।

জানা যায়, একাধিকবার বিজেপিতে যোগ দেওয়ার জন্য বিজেপি রাজ্য দপ্তরে গিয়ে নেতৃত্বের সঙ্গে আলোচনাও করেন তিনি। কিন্তু গাঁজা পাচার কাণ্ডে ধৃত তৃণমূল নেতা মিলন মন্ডলকে দলে যাতে না নেওয়া হয়, তার জন্য এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে চিঠি পাঠালেন তমলুক জেলা বিজেপির সভাপতি প্রদীপ কুমার দাস।

সূত্রের খবর, গত শনিবারই এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি তৃণমূলের দাপুটে নেতা মিলন মন্ডলকে তাদের দলে নেবে না বিজেপি! এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক তারক আদক বলেন, “তৃনমূলের ছত্রছায়ায় হলদিয়ার সাধারণ শ্রমিকদের যে শোষণ করেছে, প্রচুর কাটমানি খেয়েছে, এমন নেতাকে দলে নিয়ে বিধানসভা ভোটে দলের প্রতি সাধারণ মানুষ বিরূপ হতে পারেন, এই আশঙ্কায় প্রাক্তন নেতার যোগদান আটকাতে রাজ্য সভাপতির কাছে চিঠি দেওয়া হয়েছে।”

তবে মিলন মন্ডলকে অনেক আগেই দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কার্যকরী সভাপতি শিবনাথ সরকার। সব মিলিয়ে এবার শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ প্রাক্তন তৃনমূল নেতাকে যাতে দলে নেওয়া না হয়, তার জন্য বিজেপি রাজ্য নেতৃত্বের কাছে আবেদন জানাল গেরুয়া শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!