এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিপ্লব বিজেপিতে যোগ দিতেই তৃণমূলে বড়সড় ভাঙ্গন, জোর শোরগোল রাজ্যে

বিপ্লব বিজেপিতে যোগ দিতেই তৃণমূলে বড়সড় ভাঙ্গন, জোর শোরগোল রাজ্যে


লোকসভা ভোটে বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের পরাজয়ের পর দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে বিপ্লব মিত্রকে সরিয়ে সেখানে অর্পিতা ঘোষকে দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই বিপ্লব মিত্রের তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানোর জল্পনা ছড়িয়ে পড়ে। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত সোমবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি সহ 10 জন সদস্যকে নিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান উত্তরবঙ্গের হেভিওয়েট নেতা তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃনমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র।

আর দক্ষিণ দিনাজপুর জেলার এই হেভিওয়েট নেতা বিজেপিতে যোগ দিলে তার সাথে যে অনেকেই গেরুয়া শিবিরে নাম লেখাবেন, সেই ব্যাপারে এখন সারা জেলা জুড়ে তীব্র গুঞ্জন শুরু হয়েছে। ইতিমধ্যেই গঙ্গারামপুর ও বুনিয়াদপুর পৌরসভার একাধিক তৃণমূল কাউন্সিলর বিজেপিতে যোগ দেবেন বলে জল্পনা ছড়িয়েছে। তবে প্রথম থেকেই বিপ্লব মিত্রের এই দলবদল নিয়ে তিনি চিন্তিত নন বলে জানিয়ে দিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভানেত্রী অর্পিতা ঘোষ।

গত মঙ্গলবার বালুরঘাটের সুবর্ণতটে একটি জরুরী পর্যায়ের সাংবাদিক বৈঠক করে বিপ্লব মিত্রের ভাই তথা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, চিরঞ্জিত মিত্র এবং বিপ্লব মিত্র ঘনিষ্ঠ রতন ঘোষকে দল থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করেন তিনি। আর এরপরই জেলা জুড়ে তৃণমূলের ভাঙ্গনের জল্পনা ছড়ালে অর্পিতা ঘোষ বলেন, “দলে থেকে উনি বিজেপির হয়ে কাজ করেছেন। এমন লোক বেরিয়ে গেলে দল শুদ্ধ হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তার মুখের কথার সঙ্গে যে বাস্তবের অনেকটাই ফারাক হয়েছে, তা বিপ্লব মিত্রর দলবদলের পর তৃণমূল এবং বামফ্রন্ট ছেড়ে অসংখ্য শিক্ষক-শিক্ষিকার বিজেপিতে যোগদানেই পরিষ্কার হয়ে গেল। সূত্রের খবর, বুধবার বালুরঘাটের রেনুকা লজে বিজেপির একটি অনুষ্ঠানে বামফ্রন্ট এবং তৃণমূল ছেড়ে প্রচুর শিক্ষক-শিক্ষিকা বিজেপিতে যোগ দেন। জানা যায়, বালুরঘাট শহর এলাকার প্রায় বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা এদিন নিজেদের হাতে গেরুয়া শিবিরের পতাকা তুলে নিয়েছেন। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য দীপ্তিমান সেনগুপ্ত, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি শুভেন্দু সরকার, প্রাক্তন সভাপতি গৌতম চক্রবর্তী সহ অন্যান্যরা।

আর তৃনমূল ছেড়ে বিপ্লব মিত্র বিজেপিতে যোগ দিতেই শিক্ষক-শিক্ষিকাদের একটা বড় অংশ এইভাবে গেরুয়া শিবিরে নাম লেখানোয় এখন দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, এতো সবে শুরু। বিজেপি নেতা বিপ্লব মিত্র জেলায় পা রাখলে তৃণমূল বলে দক্ষিণ দিনাজপুর জেলায় আর কোনো জিনিস থাকবে না। তাহলে অর্পিতা ঘোষ যে বললেন, বিপ্লব মিত্র বিজেপিতে গেলেও এর কোন প্রভাব তৃণমূলে পড়বে না!

বিশ্লেষকদের মতে, তার এই কথার সঙ্গে বাস্তবের যে অনেকটাই ফারাক রয়েছে তা বিপ্লববাবুর দলবদলের পরের দিনই শিক্ষক-শিক্ষিকাদের একটা বিরাট অংশ বিজেপিতে নাম লেখানোয় পরিষ্কার হয়ে গেল। সব মিলিয়ে এবার ধীরে ধীরে দক্ষিণ দিনাজপুর জেলায় বিপ্লব মিত্রর হাত ধরে তৃণমূলের ঘর ভেঙে আর কে কে পদ্ম শিবিরে যোগ দেন, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!