এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপিতে যোগ দিতে পারেন জল্পনা ছড়াতেই পদ হারাতে চলেছেন হেভিওয়েট অভিনেতা ,জোর শোরগোল

বিজেপিতে যোগ দিতে পারেন জল্পনা ছড়াতেই পদ হারাতে চলেছেন হেভিওয়েট অভিনেতা ,জোর শোরগোল


সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জেরার মুখে পড়তে হয়েছিল তাকে। আর তারপরই বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে তার বৈঠক হয়েছে বলে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়ে পড়তে শুরু করে। এদিকে এই ঘটনার পরই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের প্রেসিডেন্ট পদ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হচ্ছে বলে নবান্নের অন্দরমহলের কান পাতলেই শোনা যেতে শুরু করে। আর এই জল্পনা আরও বৃদ্ধি পায় সম্প্রতি সেই চলচ্চিত্র উৎসবের মিটিংয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে।

অন্যদিকে কিছুদিন আগেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস একটি বৈঠকে আর্টিস্ট ফোরামকে আমন্ত্রণ জানালেও সেই ফোরামের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়। আর আশ্চর্যজনকভাবে এই সংগঠনের মাথায় রয়েছেন সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর ফলে রাজ্যের মন্ত্রী বৈঠকে ডাকলেও ফোরাম সেই বৈঠকে না আসার পেছনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপত্তিকেই বড় করে দেখতে শুরু করেছে সমালোচক মহলের একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কেন তিনি চলচ্চিত্র উৎসব কমিটির বৈঠকে উপস্থিত হচ্ছেন না! এদিন এই প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “কাজ নিয়ে চরম ব্যস্ত রয়েছি। এছাড়া আমাদের একমাত্র সন্তান মিশুককে বিদেশে পড়াশুনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিসার কাজ চলছে। আগস্টের শেষে তার ভর্তি। সেসব নিয়েই আমি প্রচন্ড ব্যস্ত। আর তাই মিটিংয়ে উপস্থিত থাকা প্রায় অসম্ভবপর হয়ে উঠছে।”

তবে তিনি যাই বলুন না কেন, ব্যস্ত মানুষের তো ব্যস্ত শিডিউল থাকবেই। কিন্তু তার মাঝে তো তাদেরকে সময় বের করে নিতে হবে। তাহলে কি এতদিন ব্যস্ত ছিলেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! নাকি এখন সুকৌশলে তাকে সরিয়ে দেওয়া হতে পারে জেনেই তিনি এই বৈঠকে উপস্থিত হচ্ছেন না! তাহলে কি তিনি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদে সত্যিই থাকছেন না!

এদিন এই প্রসঙ্গে বুম্বাদা বলেন, “কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল থেকে আমায় কেউ আলাদা করতে পারবে না। আমি দশ বছর ধরে এই কমিটির সদস্য ছিলাম। যা দরকার আমি সব কাজে সাহায্য করব। তবে আমাকে যদি প্রেসিডেন্ট পদ থেকে সরাতে হয়, তাহলে সম্মানের সঙ্গে সরানো হোক।” তাহলে কি মুকুল রায়ের সাথে তাঁর বৈঠকই অবশেষে কাল হল!

এদিন এই প্রসঙ্গেও নিজের বক্তব্য পেশ করেছেন বিশিষ্ট অভিনেতা। তিনি বলেন, “বিমানে সফরসঙ্গী হিসেবে কেউ থাকলে তার সঙ্গে কথা বলা মানেই তো এই নয় যে, আমি কোনো রাজনৈতিক দলে নাম লেখাচ্ছি।” সব মিলিয়ে কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটির প্রধান পদে থাকা নিয়ে নিজের মত জানিয়ে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!