এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > অধীর গড়েও এবার ফুটতে শুরু করল পদ্ম! দিলীপ ঘোষের হাত ধরে ভাঙ্গন শুরু করল গেরুয়া শিবির

অধীর গড়েও এবার ফুটতে শুরু করল পদ্ম! দিলীপ ঘোষের হাত ধরে ভাঙ্গন শুরু করল গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির প্রধান টার্গেট, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল রাজ্যের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। আর তার লক্ষ্যে এখন তৃণমূলের অন্দরে ভাঙন ধরানোর চেষ্টা শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শুধুমাত্র তৃণমূলকে যে কাবু করলেই যে হবে না, তা ভালোই জানেন গেরুয়া শিবিরের নেতারা। আর তাই বিজেপি বিরোধী কংগ্রেস এবং সিপিএমের ভোটব্যাংকে এবার ভাগ বসাতে উদ্যোগী পদ্ম শিবির।

যার অঙ্গ হিসেবে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও, এবার সেখানে নিজেদের দলের ব্যাপক নেতাকর্মীদের যোগদান করিয়ে অধীর রঞ্জন চৌধুরীর অস্বস্তি বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, সোমবার মুর্শিদাবাদের লালবাগের বাহাদুরপুর অঞ্চল থেকে বেশকিছু যুব কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করেন। যেখানে তাদের হাতে দলের পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরীর অস্বস্তি বাড়িয়ে কংগ্রেসকে ভাঙার স্বপ্ন দেখেছিল। অনেক ক্ষেত্রে তা সার্থক হয়েছে। কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর শক্ত ঘাঁটি সেভাবে ভাঙতে সক্ষম হয়নি রাজ্যের শাসক দল। কিন্তু এবার তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার টার্গেট নিয়ে যেভাবে অধীর রঞ্জন চৌধুরীর ঘাঁটিতে থাবা বসালো পদ্ম শিবির, তাতে অধীরবাবুর রাজনৈতিক অস্থিরতা অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ইচ্ছুক 100 জনের মধ্যে বেশ কিছু জন কর্মী বিজেপির হাত শক্ত করলেন। আগামী নির্বাচনে বিজেপির ঝান্ডা নিয়ে তারা বিজেপিকে জেতাবেন এবং বিজেপির হাত শক্ত করবেন।” কিন্তু কেন তারা কংগ্রেস ছেড়ে বিজেপি যোগ দিলেন? এদিন এই প্রসঙ্গে এক কর্মী বলেন, “নরেন্দ্র মোদি সরকারের নানা উন্নয়ন মূলক কার্যকলাপ দেখেই এই দলবদলের সিদ্ধান্ত নিয়েছি।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, 2021 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এখন মাঠে নেমে পড়েছে। তবে তৃণমূলের ভেতরে ভাঙন ধরানোই যে তাদের মূল লক্ষ্য নয়, তা কার্যত এই ঘটনায় প্রমাণ হয়ে গেল। সমস্ত বিজেপি বিরোধী জোটকে এক ছাতার তলায় নিয়ে এসে নিজেদের পক্ষে আনাই যে এখন বিজেপির কাছে মূল টার্গেট এবং তার ফলেই যে তারা বাংলায় পরিবর্তন আনতে পারবে, তা কার্যত বুঝে গিয়েছেন গেরুয়া শিবিরের নেতারা।

আর তাই এবার কংগ্রেসের শক্ত ঘাঁটি মুর্শিদাবাদে প্রচুর কর্মীকে নিজেদের দলে যোগদান করালেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, করোনা আবহে মুখ্যমন্ত্রী সকলকে অনুরোধ করেছিলেন রাজনীতি না করতে। কিন্তু বিজেপির তরফে অভিযোগ করা হয়, তাদের নেতা-কর্মীদের ঘরে আটকে রাজনীতি করছে তৃণমূল। আর তারপরেই ময়দানে নামার হুঙ্কার ছাড়েন দিলীপবাবু। গেরুয়া শিবিরের রাজনৈতিক গতিবিধি বৃদ্ধি পেতেই জেলায় জেলায় ভাঙন শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক শিবির থেকে। তবে এই যোগদান পর্বের ফসল আগামী বিধানসভা নির্বাচনের ভোটবাক্সে কতটা বিজেপির পক্ষে পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!