এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপিতে যোগদান প্রায় পাকা,গেরুয়া শিবিরে কবে যাচ্ছেন সব্যসাচী দত্ত?

বিজেপিতে যোগদান প্রায় পাকা,গেরুয়া শিবিরে কবে যাচ্ছেন সব্যসাচী দত্ত?

অনেকদিন ধরেই তাঁকে নিয়ে জল্পনা চলছিল। বিভিন্ন সময় তাঁর একাধিক দল বিরোধী মন্তব্য প্রবল বিপাকে ফেলেছিল তৃণমূলকে। সম্প্রতি বিদ্যুৎ ভবনে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে দলের বিরুদ্ধে সব্যসাচী দত্তের বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতৃত্বকে বীতশ্রদ্ধ করে তোলে। আর এরপরই গতকাল তৃনমূল ভবনে সেই সব্যসাচী দত্ত বাদে বিধাননগর পৌরসভার সমস্ত দলীয় কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক করেন কলকাতা পৌরসভার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিধাননগর পৌরসভার মেয়র সব্যসাচী দত্তর কাজ দেখভাল করবেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়।

বস্তুত, এই তাপস চট্টোপাধ্যায় সব্যসাচী দত্তর বিরোধী গোষ্ঠী বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসুর অনুগামী বলেই পরিচিত। ফলে এহেন তাপসবাবুকে বাড়তি দায়িত্ব দিয়ে সব্যসাচী দত্তকে তৃণমূল বার্তা দিতে চাইল বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। আর এই পরিস্থিতিতে এবার অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন বিধাননগর পৌরসভার মেয়র তথা রাজারহাট নিউটাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত বলে জল্পনা সৃষ্টি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কবে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন! জানা গেছে, চলতি মাসের 14 তারিখ সব্যসাচী দত্ত বিদেশ সফরে যাবেন।তার আগেই তিনি গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন। তবে অনেকে আবার বলছেন, বিদেশ থেকে ফিরে আগামী একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশে পরই বিজেপির উত্তরীয় নিজের গলায় পড়ে নিতে পারেন তৃণমূলের এই বিধায়ক। তবে তারিখ যেদিনই হোক না কেন, সব্যসাচী দত্ত যে এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন, সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত প্রায় প্রত্যেকেই।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বিজেপিতে যোগ দেওয়ার আগে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় বিভিন্ন সময় দল বিরোধী মন্তব্য করে তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছিলেন। যাতে তৃণমূল তাকে দল থেকে বহিষ্কার করে তার জন্য নানা মন্তব্য করেছিলেন তিনি। আর এবার সেই মুকুল পুত্রের পথেই হাঁটছেন সব্যসাচী দত্ত। বিভিন্ন সময় তার দল বিরোধী মন্তব্য তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে। আর তাইতো এবার তৃণমূলের তরফে বিধাননগর পৌরসভার মেয়র পদে সব্যসাচী দত্তকে তাঁর জায়গায় বাড়তি দেখভালের জন্য তাপস চট্টোপাধ্যায়কে দায়িত্ব দিয়ে তাকে বার্তা দিতে চাইল ঘাসফুল শিবির। আর এতেই এবার দলবদলের পথ প্রশস্ত করে নিলেন মেয়র তথা তৃণমূলের এই বিধায়ক।

তবে এই প্রসঙ্গে বিজেপি নেতা মুকুল রায় বলেন, “সব্যসাচী বিজেপিতে আসতে চেয়ে আগে আবেদন করুক। আবেদন এলেই তবে এই ব্যাপারে মন্তব্য করব।” কিন্তু লুচি আলুরদমের গতকাল বিধাননগরের সুইমিং পুলে সব্যসাচী দত্তর সঙ্গে মুকুল রায়ের বৈঠকে যে দলবদলের ব্যাপারে বিস্তর আলোচনা হয়েছে, সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক পর্যবেক্ষকরা। আর সেদিক থেকেই সকলে বলছেন যে, সব্যসাচী দত্তের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা। তাই এখন ঠিক কবে তিনি গেরুয়া শিবিরে নাম লেখান, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!