এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কি শাসকদলের এই বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে, বিজেপি সংসদের মন্তব্যে জল্পনা

এবার কি শাসকদলের এই বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে, বিজেপি সংসদের মন্তব্যে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –মুকুল রায় তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করার পর তৃনমূলের অন্দরে ব্যাপক ভাঙ্গন ধরবে বলে দাবি করেছিল রাজনৈতিক মহল। তবে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, একটা মুকুল রায় গেলে লক্ষ্য মুকুল রায় তৈরি হবে। কিন্তু তৃণমূলের সেই দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়ে একের পর এক বিধায়ক থেকে শুরু করে সাংসদদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করাতে সক্ষম হয়েছেন মুকুল রায়। যার ফলে অস্বস্তি বেড়েছে তৃণমূল কংগ্রেসের।

তবে মুকুল রায় বিজেপিতে যোগদান করার পর যে নামগুলো নিয়ে সবথেকে বেশি দলবদলের জল্পনা তৈরি হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত। জানা যায়, শীলভদ্রবাবু মুকুলবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। ফলে মুকুল রায় তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিত্বকে যে বিজেপিতে যোগদান করাতে অনেকটাই সক্ষম হবেন, সেই ব্যাপারটি কার্যত নিশ্চিত হয়েছিল রাজনৈতিক মহলের কাছে। কিন্তু সেইভাবে শীলভদ্র দত্তকে দল পরিবর্তন করতে দেখা যায়নি। কিন্তু এবার সেই তৃণমূল বিধায়কের দল পরিবর্তনের জল্পনাকে উস্কে দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে।

 

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত “মুক্ত হাওয়াতে” আসতে চাইছেন বলে একটি বিস্ফোরক মন্তব্য করেন। যার পরেই তিনি দল পরিবর্তন করতে পারেন বলে নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছিল। আর এবার সেই শীলভদ্র দত্ত সম্পর্কে মন্তব্য করে সেই গুঞ্জনকে আরও দ্বিগুন পরিমান বাড়িয়ে দিলেন বিজেপির অর্জুন সিংহ্ এদিন তিনি বলেন, “শীলভদ্র দত্ত ভালো লোক। দশ বছর তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে সার্টিফিকেটে সই করা ছাড়া আর কোনো কাজ ছিল না। সেইজন্য বলেছেন, দলে থেকে কাজ করতে পারিনি। মুক্ত হওয়াতে আসতে চাইছেন। শীলভদ্র দত্তের মত লোকের চিন্তাভাবনা করা উচিত। তার জন্য ভারতীয় জনতা পার্টির দরজা সব সময় খোলা রয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর অর্জুন সিংহের মত হেভিওয়েট বিজেপি নেতার মুখ থেকে শীলভদ্র দত্তকে নিয়ে এই ধরনের মন্তব্য প্রকাশ্যে আসার সাথে সাথেই সেই তৃণমূল বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন চিহ্ন তৈরি হল। তাহলে কি মুকুল রায় সর্বভারতীয় ক্ষেত্রে বড় দায়িত্ব পাওয়ার পর এবার আবার দলবদলের খেলা দেখাতে শুরু করবেন তিনি? বঙ্গ বিজেপির চাণক্য মুকুল রায় বিজেপির সর্বভারতীয় স্তরে বড় দায়িত্ব পাওয়ার পর এবার কি শীলভদ্র দত্তকে বিজেপিতে এনে মাস্টার স্ট্রোক দেবেন?এদিন অর্জুন সিংহ বলেন, “শীলভদ্র দত্ত ওখানে কাজ করতে পারবেন না। কেননা লালন পাশওয়ান, চেয়ারম্যান সহ অন্যান্যরা রয়েছেন। তাদের হাতে সমস্ত গুন্ডা রয়েছে। তবে তিনি বিজেপিতে আসবেন কিনা, সেটা জানা নেই। ভালো লোকেদের জন্য দরজা সব সময় খোলা আছে।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, লোকসভা নির্বাচনের পর সেই নির্বাচন যত দফায় হয়েছে, ঠিক তত দফায় তৃণমূলকে ভাঙ্গা হবে বলে দাবি করেছিলেন মুকুল রায়। কিন্তু মাঝে করোনা ভাইরাস চলে আসার কারণে সেইভাবে আর চমক দিতে পারেননি তিনি। কিন্তু এবার সর্বভারতীয় ক্ষেত্রে দায়িত্ব পাওয়ার পর মুকুল রায় নীরবতা পালন করলেও যেভাবে অর্জুন সিংহ শীলভদ্র দত্তকে নিয়ে মন্তব্য করলেন, তাতে এই তৃণমূল বিধায়কের দলবদলের গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে। যদি বিধানসভা নির্বাচনের আগে শীলভদ্র দত্তের মত হেভিওয়েট তৃণমূল বিধায়ক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন, তাহলে তৃণমূল কংগ্রেস যে বড়সড় ধাক্কা খেতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। এখন অর্জুন সিংহের মন্তব্য মত শীলভদ্র দত্ত কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেন, নাকি তৃণমূলেই থাকেন! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!