এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণার মাঝেই গেরুয়া শিবিরের ঘর ভাঙলো তৃণমূল, জোর শোরগোল

বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণার মাঝেই গেরুয়া শিবিরের ঘর ভাঙলো তৃণমূল, জোর শোরগোল


লক্ষ্য ২০২১ আর তাই বঙ্গ বিজেপির পাশাপাশি দিল্লির নেতৃর্ত্বেরও চোখ রয়েছে বঙ্গের দিকেই আর তাই নতুন করে সাজানো হয়ে রাজ্য কমিটি। গতকালই সেই নতুন কমিটির কথা ঘোষণা করেছেন বর্তমান রাজ্য বিজেপি সভাপতি। পদ পেয়েছেন অনেক নতুন মুখ আবার পদ হারিয়েছেন অনেকেই, ডিমোশন, কিংবা প্রমোশন পেয়েছেনও অনেকেই। যা এনিয়ে লাভ ক্ষতির হিসেব কষতে শুরু করেছে সংশ্লিষ্টমহল।

এদিকে সেই চর্চা শেষ হতে না হতেই নতুন করে এসে পড়েছে গেরুয়া শিবিরের ঘর ভাঙার খবর। জানা যাচ্ছে, এদিন শালবনীর বাঁকিবাঁধ এলাকায় চারশোরও বেশি বিজেপির কর্মী এবং সমর্থক তৃণমূলে যোগদান করেছে যার ফলে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে ।

সূত্রের খবর, শালবনীর বাঁকিবাঁধ অঞ্চল তৃণমূল কংগ্রেস একটি সভা অনুষ্ঠিত কর আর সেখানেই এলাকার চারশোরও বেশি বিজেপির কর্মী এবং সমর্থক তৃণমূলে যোগ দেয়। তাদের হেট্ দলীয় পতাকা তুলে দেন শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ, জেলা আইএনটিটিইউসির সভাপতি নির্মল ঘোষ। এখনই শেষ নয় এদিন বিজেপির দখলে থাকা আইএনটিটিইউসি কার্যালয়ও উদ্দার করে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব গোপাল সাহা, সুজয় হাজরা বিশ্বনাথ পাণ্ডব, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি লক্ষীকান্ত ভুঁইঞা, চেয়ারম্যান রামপদ মাহাতো, কর্মাধ্যক্ষ নিতাই মাহাতো, প্রধান কৌশিক দোলই, শেখ ইলিয়াস, আনসার আলী খান, বাসুদেব ভুঁইঞা, অরূপ গোস্বামী, সহ তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব সন্দীপ সিংহ, মাহমুদ আলম, শেখ ইমরান, রাকেশ সেনাপতি প্রমুখ।

জানা যাচ্ছে যোগদানকারীরা জানান যে তারা বিজেপির উপর আস্থা আর রাখতে পারছেন না ফলে তৃণমূলে এসেছেন। আর এদিকে তৃণমূলের দাবি এরা সকলে তৃণমূলের ছিল বিজেপি ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিলো নিজেদের ভুল বুঝতে পেরে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে তারা আবার ফিরে এসেছে।এদিকে এই নিয়ে বিজেপির দাবি তৃণমূল ভয় দেখিয়ে ওদের নিয়ে গেলেও আটকে রাখতে পারবে না ফের ওরা বিজেপির ফিরবে।

আর এইসব নিয়েই রাজনৈতিকমহলে জল্পনা ২০১৯ এ লোকসভা ভোট মেটার পর জলের তোরে ভাঙতে শুরু করেছিল তৃণমূল। নেতা নেত্রী থেকে শুরু করে দলীয় কর্মী সমর্থকরা বিজেপিতে যোগ দিয়েছে। কিন্তু সময় গেছে তৃণমূল নিজেদেরকে গুছিয়ে নিয়েছে ,সকলকে হয়তো ফেরানো সম্ভব হয়নি কিন্তু ফিরেছে বেশিরভাগই। আটকে রাখতে পারেনি গেরুয়া শিবির। আর এই নতুন কমিটি নিয়ে প্রশ্ন উঠছে তবে কি এবার এই নতুন কমিটি পারবে নিজেদের ঘর ভাঙা আটকাতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!