এখন পড়ছেন
হোম > রাজ্য > শাসকবিরোধী বৃহত্তর জোট তত্ত্বতে জল ঢেলে দিল খোদ তৃণমূল কংগ্রেস

শাসকবিরোধী বৃহত্তর জোট তত্ত্বতে জল ঢেলে দিল খোদ তৃণমূল কংগ্রেস

জাতীয় রাজনীতিতে দুই বিরোধী দল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোট বেঁধে উত্তরপ্রদেশের দু’টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপিকে চুড়ান্ত পরাজিত করলো। এইসময় পশ্চিমবঙ্গ রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে বিরোধীদল গুলির সাথে বিজেপির জোট বাঁধার কোনো পরিকল্পনার সম্ভবনা অদূর ভবিষ্যতে আছে কিনা এই নিয়েই শুরু হয়েছিল জল্পনা আর তাতে জল ঢাললো তৃণমূল। বিষয়টি নিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বললেন, ”অন্য দলের লোক নেওয়া ছাড়া বিজেপির আর কোনও উপায় নেই। আমরা গ্রামে গ্রামে ঘুরে দেখেছি বাংলায় বিজেপি বলে কিছু নেই। অন্য দল ছাড়া ওদের ‘ক্যান্ডিডেট’ কোথা থেকে আসবে?” একই সঙ্গে পঞ্চায়েতমন্ত্রী বলেন, ”সিপিএম-কংগ্রেসের জোটের ব্যাপারে আমরা তৈরি আছি। উত্তরপ্রদেশে শাসকদলের বিরুদ্ধে জোট কার্যকর হতে পারে। কিন্তু এখানে হবে না।” আলোচ্য বিষয়ে নিজের প্রতিক্রিয়ায় বামফ্রন্টের পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তীর জানালেন, ”বিজেপিকে এ রাজ্যে জায়গা করে দিয়েছে তৃণমূলই। ভোটাররা এটা ভালো করেই জানেন। অনেকদিন আগে জ্যোতিবাবু একটা কথা বলেছিলেন, তৃণমূলের সবথেকে বড় পাপ, তারা বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে জোট করেছে। এ রাজ্যেও বিজেপিকে জায়গা দিতে সাহায্য করেছে। বিজেপি তৃণমূলকে হারাতেই বৃহত্তর জোটের প্রয়োজন।” তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের শাসনক্ষমতা থেকে হঠাতে বিরোধী জোট গঠিত হলে সেখানে কংগ্রেস থাকবে কি না জানতে চাওয়া হলে রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান বললেন, ”বিরোধী জোটে বিজেপির আসার তো কোন প্রশ্ন নেই। অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক শক্তিগুলির মধ্যে বিজেপি আসে না। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে গণতান্ত্রিক জোট।”অন্যদিকে এই বিষয়ে রাজ্য বিজেপির সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরীর বললেন, ”তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি।যে সব কর্মীরা তৃণমূল ছেড়ে নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, আমরা তাঁদের জন্য দরজা খোলা রেখেছি। আমরা তাঁদের দলের চিহ্ন দেব। তাঁরা বিজেপির চিহ্নতেই ভোটে লড়বেন।সিপিএম এবং কংগ্রেসের কর্মীরাও এখন বুঝে গিয়েছেন, বিজেপিই প্রধান বিরোধী দল। তাই তাঁদের জন্যও আমরা দরজা খোলা রেখেছি।” অপরদিকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বললেন, ”আমরা অবশ্যই জোটে আছি। সাধারণ মানুষের সঙ্গে আমাদের জোট রয়েছে। বাকি জোটদের উত্তর সাধারণ মানুষই দেবেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!