এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের জোটসঙ্গী হাতছাড়া বিজেপির, অস্বস্তি তুঙ্গে!

ফের জোটসঙ্গী হাতছাড়া বিজেপির, অস্বস্তি তুঙ্গে!

2019 এর লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করেছিল। তবে তারপর থেকে যত সময় গিয়েছে, ততই অস্বস্তি বাড়তে শুরু করেছিল ভারতীয় জনতা পার্টির। একের পর এক রাজ্যে নির্বাচনে যেমন খারাপ হল দেখতে হচ্ছিল বিজেপিকে, ঠিক তেমনই জোটসঙ্গীকেও হারাতে হয়েছিল গেরুয়া শিবিরকে। যার ফলে কিছুদিন আগেই মহারাষ্ট্রের ক্ষমতা হারিয়েছে ভারতীয় জনতা পার্টি। মন্ত্রীত্বের ফর্মুলায় শিবসেনা রাজি না হওয়ায় সেই রাজ্যে বিরোধী আসনে বসতে হয়েছিল বিজেপিকে। আর মহারাষ্ট্রের পর এবার দিল্লি বিধানসভা নির্বাচনের আগেই বড়সড় ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার সেখানেও দীর্ঘদিনের জোটসঙ্গী শিরোমনি অকালি দলকে হারাতে চলেছে গেরুয়া শিবির। তবে শুধু অকালি দল নয়, বিজেপির সঙ্গ ছাড়তে চলেছে জনতান্ত্রিক জনতা পার্টিও। প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লিতে প্রায় 10 লক্ষ শিখ সম্প্রদায়ের ভোটার রয়েছেন। যেখানে 70 টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 10 টি কেন্দ্রেই নির্নায়ক হিসেবে রয়েছে এই শিরোমনি অকালি দল।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি এই দল দিল্লী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গ ছেড়ে দেয়, তাহলে বিজেপিকে অত্যন্ত চাপের মুখে পড়তে হবে। কিন্তু দিল্লিতে আম আদমি পার্টির সরকার থাকায়, যেভাবে বিজেপি এরাজ্যে ক্ষমতায় আসতে চায়, তাতে শুরুতেই যদি তারা এভাবে ধাক্কা খেতে শুরু করে, তাহলে তাদের বিপদ আসন্ন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে শেষ পর্যন্ত গোটা ব্যাপারটি কোথায় গিয়ে দাঁড়ায়! সেদিকেই নজর থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!