এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপির জয় নিশ্চিত, তবে মানতে হবে এই শর্ত! বিরাট মন্তব্য সুকান্তর!

বিজেপির জয় নিশ্চিত, তবে মানতে হবে এই শর্ত! বিরাট মন্তব্য সুকান্তর!


 

 

প্রিয়বন্ধু মিডিয়ার রিপোর্ট- এই রাজ্যে যতই নির্বাচন হোক, সেটাকে যে ভোট বলা যায় না, সেটা সকলেই জানেন। প্রত্যেকটি নির্বাচনেই সন্ত্রাস, কারচুপি করেই ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করে এই রাজ্যের শাসক দল। সামনেই ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তাই সেই নির্বাচনে ফলাফল কোন দিকে যাবে, তা সময় বলবে। তবে যেদিকে হাওয়া রয়েছে, তাতে বিজেপির জয় যে নিশ্চিত, তা স্পষ্ট করে দিলেন সুকান্ত মজুমদার। কিন্তু এক্ষেত্রে স্বচ্ছ এবং অবাধ নির্বাচন হলেই এই জয় আসবে বলে জানিয়ে দিলেন তিনি।

প্রসঙ্গত, এদিন মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে সেখানে আসেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই মাদারিহাটের জয় নিয়ে বড় মন্তব্য করেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি বলেন, “এখানে আমাদের সাংসদ আছে। এই এলাকা আমাদের অত্যন্ত শক্তিশালী। কিন্তু আমরা তখনই জয়লাভ করতে পারব, যখন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে। তৃণমূল কিভাবে নির্বাচন করবে, সেটা তারাই বলতে পারবে। যদি শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন হয়, তাহলে বিজেপি জিতবে।” অর্থাৎ ভোটে জেতাটা সম্ভব মানুষের মতামত নিয়ে। কিন্তু এক্ষেত্রে একটা বড় শর্ত শাসক দলকে বেঁধে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন হলেই যে আসল মতামতের প্রতিফলন হবে, তা স্পষ্ট করে দিলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!