এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির ‘জয় শ্রী রাম’ এর পাল্টা নিয়ে এল তৃনমূল, জেনে নিন

বিজেপির ‘জয় শ্রী রাম’ এর পাল্টা নিয়ে এল তৃনমূল, জেনে নিন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনের পরবর্তী সময়কাল থেকেই বাংলায় জয় শ্রী রামের ধ্বনি প্রকট হতে শুরু করে। যেখানে বিজেপির পক্ষ থেকে দলের নেতাকর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে শুরু করে নেতাদের দেখলেই দিতে শুরু করেন জয় শ্রীরাম স্লোগান। এমনকি ব্যারাকপুরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছিলেন, ঠিক তখনই তার গাড়ির উদ্দেশ্য করে তাকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। যার পরে রীতিমত ক্ষিপ্ত হয়ে বাইরে বেরিয়ে এসে ক্রিমিনাল বলে সম্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যার পর বিজেপির পক্ষ থেকে প্রশ্ন করা হয়, কেন জয় শ্রীরাম স্লোগানে এত রেগে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী! স্বাভাবিকভাবেই এরপর থেকেই আরও প্রকট হতে শুরু করে এই শ্লোগান। তবে এবার তৃণমূলের পক্ষ থেকে সেই জয় শ্রী রামের পাল্টা স্লোগান নিয়ে আসা হল। যেখানে বিজেপির পক্ষ থেকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হলে তার পাল্টা “তথাস্তু” বলে মোকাবিলা করবে রাজ্যের শাসক দল।

সূত্রের খবর, রবিবার রাতে পুরুলিয়ার পুঞ্চার ধাদকি গ্রামে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডার সফরকে ঘিরে বিজেপি কর্মীরা প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। আর সেই সময় সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি তৃণমূলের সুজয় বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বিজেপি নেতা কর্মীরা তার গাড়ি উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। আর এরপরেই গাড়ি থেকে নেমে তাদেরকে “তথাস্তু” বলেন তৃণমূলের সুজয় বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতেই তৃণমূল এখন বিজেপি জয় শ্রী রামের পাল্টা নিজেদের স্লোগান হিসেবে “তথাস্তু” শব্দকে বেছে নিয়েছে। যাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এদিন এই প্রসঙ্গে তৃণমূলের সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “ওনাদের আর কি বলব! আমাদের দেখে যখন ওনারা সকলেই শ্রীরামচন্দ্র বলছেন, তখন ওনাদেরকে আশীর্বাদ না করে কি আর পারি! তাই তথাস্তু বলছি।” যদিও বা বিজেপির পক্ষ থেকে অন্য এক দাবি করা হচ্ছে। তাদের পাল্টা দাবি, জয় শ্রীরাম শুনে তৃণমূল ভয় পেতে শুরু করেছে।

এদিন এই প্রসঙ্গে পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “তৃনমুল জয় শ্রীরামকে ভয় করছে. ওনারা ভোটের আগে পাল্টা যে শ্লোগানই আনুন না কেন। তা আর কাজ করবে না। পুরুলিয়ার মানুষের মুখে মুখে এখন জয় শ্রীরাম।” তবে যে যাই বলুন না কেন, এই জয় শ্রীরাম স্লোগানের পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা যেভাবে “তথাস্তু” বলে উল্লেখ করা হল, তা এখন রীতিমত নজরকাড়া বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেভাবে তৃণমূলের পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি বিজেপির জয় শ্রীরাম স্লোগানের মোকাবিলা করলেন, তাতে গোটা রাজ্য জুড়ে এখন এই প্রবণতা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!