এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপি যুব নেতার মৃত্যুর পরেই সক্রিয় পুলিশ, মামলা দায়ের করে শুরু তদন্ত!

বিজেপি যুব নেতার মৃত্যুর পরেই সক্রিয় পুলিশ, মামলা দায়ের করে শুরু তদন্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির পক্ষ থেকে মাঝেমধ্যেই দাবি করা হয়, বাংলায় তাদের নেতাকর্মীরা আক্রান্ত হলেও, পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে। এক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে বারবার পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও, কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না। কিন্তু আশ্চর্যজনক ভাবে বিজেপির রাজ্য দপ্তরে বৈঠকে যোগ দেওয়ার পর এক বিজেপি যুব নেতার মৃত্যু হতেই তা নিয়ে সক্রিয় হতে দেখা গেল কলকাতা পুলিশকে। যেখানে প্রাণ হারানো সেই বিজেপি যুব মোর্চার সহ-সভাপতির মৃত্যুতে মামলা দায়ের করল কলকাতা পুলিশ। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার বিজেপি রাজ্য দপ্তরে যুব মোর্চার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের সহ-সভাপতি রাজু সরকার। কিন্তু সেখানেই একজনের সাথে তার বচসা তৈরি হয়। যা পরবর্তীতে হাতাহাতির রুপ নেয়। আর তারপরেই অসুস্থ বোধ করেন রাজুবাবু। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আর এই ঘটনার পরেই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে ইতিমধ্যেই এই ব্যাপারে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। যেখানে পুলিশ তাদের তদন্ত এগিয়ে নিয়ে যেতে শুরু করেছে। মূলত, বিজেপি রাজ্য দপ্তরের পার্টি অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন নেতাদের বয়ান রেকর্ড করা হচ্ছে। এক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করছে প্রশাসন।

একাংশ বলছেন, এই ঘটনায় বিজেপির অন্তর্কোন্দল দায়ী। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে এই ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে। রাজু সরকারের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে মানতে নারাজ ঘাসফুল শিবির। আর এরপরই কলকাতা পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনায় মামলা দায়ের এবং তদন্ত শুরু করে দেওয়ার ঘটনা কিছুটা হলেও ভাবতে শুরু করেছে একাংশকে। এক্ষেত্রে অনেকেই বলছেন, জেলায় জেলায় বিজেপি নেতা কর্মীরা যখন আক্রান্ত হয়, তখন পুলিশের পক্ষ থেকে মামলা গ্রহণ করা হয় না। কিন্তু এবার বিজেপির এক নেতা প্রাণ হারানোর পরেই পুলিশের এই সক্রিয়তা কিছুটা হলেও চিন্তার কারণ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!