এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নিজেদের ছাত্র শাখার প্রতিষ্ঠা দিবসে বিজেপির যুব ও ছাত্র শাখায় ব্যাপক ভাঙন ধারালো তৃণমূল!

নিজেদের ছাত্র শাখার প্রতিষ্ঠা দিবসে বিজেপির যুব ও ছাত্র শাখায় ব্যাপক ভাঙন ধারালো তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত একুশে জুলাই এর তৃণমূল শহীদ দিবসের ভার্চুয়াল মঞ্চ থেকে আর্জি জানিয়েছিলেন যে, তৃণমূল দল ছেড়ে অন্যান্য দলে যাওয়া প্রাক্তন তৃণমূলীদের তৃণমূল দলে পুনরায় ফিরে আসতে ও সেইসঙ্গে অন্যান্য দলের সদস্যদেরও নিজেদের দল পরিবর্তন করে তৃণমূল দলের সদস্যতে পরিণত হতে। এরপর অন্য দলের সদস্যদের শাসকদলে টেনে আনতে বিশেষ তাৎপরতা দেখা যায় তৃণমূল দলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরকে।

তৃণমূল দলের সংগঠনেও বেশ কিছু পরিবর্তন আনা হয়। সংগঠনের ইতিবাচক পরিবর্তনের ফলে তৃণমূল দলে অন্যদলের সদস্যদের যোগদানের হিড়িক পড়ে গেছে । প্রতিদিন যখন রাজ্যের বিভিন্ন স্থানে অন্য দলের সদস্যরা যোগদান করছে তৃণমূল দলে, ঠিক সেই আবহেই তৃণমূল ছাত্র পরিষদে যোগ দিলেন বিজেপি ও এবিভিপি থেকে আসা বহু শিক্ষার্থী ও ছাত্রনেতা।

গতকাল ২৮ শে জুলাই ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট দু’নম্বর ব্লকের নলডি বাজারের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠান মঞ্চে স্থানীয় বিজেপি ছাত্র সংগঠন এবিভিপি, যুব বিজেপি মূল বিজেপি থেকে বেশকিছু ছাত্রনেতা যোগদান করলেন তৃণমূল ছাত্র পরিষদে। যাদের মধ্যে আছেন রবিদাস, তারক নাথ, প্রবীর নাথ প্রমুখরা সহ আরো ২০০ জন বিজেপি ও এবিভিপি নেতা-কর্মী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল বসিরহাটের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের এই অনুষ্ঠানে বিজেপি থেকে সদ্য চলে আসা নবাগত তৃণমূলীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন বসিরহাট ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সমীর বাছাড়, তৃণমূলের কার্যকারী সভাপতি সৌমেন মণ্ডল, যুবনেতা বুলবুল ইসলাম, রন মল্লিক, ছাত্রনেতা মহাকুমা পল্টু দাস, সুদীপ সিংহ প্রমুখ নেতৃত্ত্ব।

বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগদান করা এই নবাগত তৃণমূল নেতারা জানালেন যে, বিজেপি দলে তাদের কোন সম্মান ছিল না। পরবর্তীকালে যারা বাইরে থেকে এসে বিজেপিতে যোগ দিয়েছেন, বর্তমানে দলের চালিকা শক্তি তাদের হাতেই চলে গেছে। তাই তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন ও বিজেপির ছাত্রদল দল ত্যাগ করে তৃণমূল ছাত্রদলে যোগ দিলেন।

এ প্রসঙ্গে তারা আরও জানিয়েছেন বিজেপি দল ক্ষমতায় না এলেও দলের নেতা-নেত্রীরা ইতিমধ্যেই যথেষ্টভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন। কিন্তু দলের দুর্নীতির কথা কাউকে জানানোর সুযোগ দেয়া হয়নি । এ প্রসগে তারা আরো জানান যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা যোগদান করলে তৃণমূল দলে। তৃণমূল দলে যোগদানের মধ্য দিয়ে তারা মানুষের উন্নয়নের শরিক হতে চান। এ প্রসঙ্গে শপথের সুরে তাদের বলতে শোনা গেল, ” লড়াই মধ্য দিয়ে আগামী দিনে আমরা এগিয়ে যাব। আজকে যোগদানের মধ্য দিয়েই সংকল্প নিলাম।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!