এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে বাড়ছে তৃণমূল বিজেপির মধ্যে চাপানউতোর, বাড়ছে জল্পনা

বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে বাড়ছে তৃণমূল বিজেপির মধ্যে চাপানউতোর, বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই অস্বাভাবিক মৃত্যু হয়েছে তমলুকের যুবক দেবাশীষ আচার্যের। দেবাশীষ আচার্য বর্তমানে একজন বিজেপি কর্মী বলে পরিচিত। বিজেপি নেতাদের সাথে তাঁকে হামেশাই ওঠা বসা করতে দেখা যেত। স্বাভাবিকভাবেই এই ঘটনার পেছনে তৃণমূলের জড়িত থাকার অভিযোগ তুলেছে বিজেপি। কিন্তু উল্লেখযোগ্যভাবে মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো রকম অভিযোগ দায়ের করা হয়নি অস্বাভাবিক মৃত্যুর 24 ঘণ্টা পরেও। আর তাই নিয়েই বাড়ছে জল্পনা। অন্যদিকে জানা গেছে, মৃতের বাবা তমলুক থানায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ছেলের দেহের ময়না তদন্তের দাবি করেছেন এবং পুরো পর্বটি ভিডিও করে রাখার আবেদন করেছেন।

সেই অনুযায়ী তমলুক হাসপাতালে দেবাশীষ আচার্যের ময়নাতদন্তের ভিডিও করা হয়েছে বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত বুধবার গভীর রাতে কোলাঘাট থানার হলদিচক গ্রামের কাছে হলদিয়া মেচেদা জাতীয় সড়কের ধারে জখম অবস্থায় মেলে দেবাশীষ আচার্যের দেহ। জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরাই তাঁকে তুলে হাসপাতালে দেয়। বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। খুব স্বাভাবিকভাবেই এই মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি, এই মৃত্যুর দায় বিজেপি তৃণমূলের ওপর চাপালেও পুলিশ কিন্তু অন্য কথা বলছে। জানা গিয়েছে, দুর্ঘটনায় জখম হয়েই অস্বাভাবিক মৃত্যু হয়েছে দেবাশীষ আচার্যের। এ প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতাল সুপারের থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেবাশীষ আচার্যের। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট দেখার পর তাঁরা আইনি পথে হাঁটবেন।

এই মৃত্যুর দায়ভার তৃণমূলের ওপর চাপানো নিয়ে তৃণমূল জেলা মুখপাত্র তাপস কুমার মাইতি তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, পুলিশি তদন্তে আসল সত্য উঠে আসবে। বিজেপি ক্রমাগত মিথ্যাচার করে চলেছে। জানা গিয়েছে, ময়না তদন্তের পর দেবাশীষ আচার্যের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাইয় লেগেক্সহে রাজনৈতিক রং আর সেই রং ক্রমশ গভীর হচ্ছে। পুলিশি তদন্তে দুর্ঘটনার কথা বলা হলেও স্থানীয় বিজেপি নেতৃত্ব তা মেনে নিতে রাজি নয়। সেক্ষেত্রে বিতর্ক যে বহুগুণে বাড়বে, তা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!