এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপিকে আটকানো দূরের কথা, এখনো সব ব্লক কমিটিই তৈরী করতে পারল না তৃণমূল! চরম সমস্যায় শাসকদল?

বিজেপিকে আটকানো দূরের কথা, এখনো সব ব্লক কমিটিই তৈরী করতে পারল না তৃণমূল! চরম সমস্যায় শাসকদল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিনকে দিন বাড়ছে বিজেপির শক্তি। স্বাভাবিকভাবেই নির্বাচনে ভালো ফল করতে এখন বিজেপিকে আটকাতে সবথেকে বড় উদ্যোগী হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু এই পরিস্থিতিতে বিজেপিকে আটকানো তো দূরের কথা, উল্টে এখনও পর্যন্ত নিজেদের সংগঠনকেই গুছিয়ে উঠতে পারল না ঘাসফুল শিবির। জানা গেছে, এখনও পর্যন্ত কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের সাতটি সাংগঠনিক ব্লক কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি।

স্বাভাবিক ভাবেই তৃণমূল যেখানে সংগঠন তৈরি করতে অপারগ, সেখানে মাথা তুলতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। যার ফলে অনেকটাই পিছিয়ে যাচ্ছে ঘাসফুল শিবির বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে দ্রুত যাতে কমিটি গঠন করা হয়, তার জন্য দাবি তুলছেন তৃণমূলের নেতাকর্মীরা। তবে পরিস্থিতি যখন কার্যত আয়ত্তের বাইরে যেতে শুরু করেছে, ঠিক তখনই রবিবার কোচবিহার মাথাভাঙ্গা 1 সাংগঠনিক কমিটি এবং এই ব্লকের সাতটি অঞ্চলের দলীয় পদাধিকারীদের নাম ঘোষণা করেন জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়।কিন্তু এই কমিটি ঘোষণার পরেও এখনও পর্যন্ত আরও সাতটি ব্লক কমিটি ঘোষণার কাজ বাকি রয়েছে।

স্বাভাবিকভাবেই নির্বাচন যখন সম্মুখে এবং বিজেপির প্রভাব যখন বাড়ছে, তখন কবে সেই ব্লক কমিটি ঘোষণা করা হবে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। একাংশ বলছেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোচবিহার জেলায় চরম আকার ধারণ করেছে। গত লোকসভা নির্বাচনে গোষ্ঠীকোন্দলের কারণে শাসকদল এখানে পরাজিত হয়েছিল। তবে এখন সংগঠনকে পুনরুদ্ধার না করে যদি গা ঢিলেমি মনোভাব দেখা দিতে শুরু করে, তাহলে কোনোমতেই বিজেপির মোকাবেলা করা সম্ভব হবে না বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে শীতলকুচি তৃণমূল বিধায়ক হিতেন বর্মন বলেন, “পার্টির গাইডলাইন মেনে ব্লক সভাপতি এবং বিধায়কের সঙ্গে আলোচনা করে মাথাভাঙ্গা ওয়ান সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। জেলা সভাপত দলীয় নিয়ম মেনে তা ঘোষণা করেছেন।” কিন্তু বাকি কমিটিগুলো কবে ঘোষিত হবে! এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “আমরা এদিন মাথাভাঙ্গা 1 ব্লক কমিটি এবং এই ব্লকের অধীনে থাকা সাতটি অঞ্চল কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছি। জেলায় আরও ব্লক কমিটি ঘোষণা করা বাকি। আশা করছি, 31 জানুয়ারির মধ্যে ওই ব্লক কমিটিগুলো ঘোষণা করা সম্ভব হবে।”

তবে যে যাই বলুন না কেন, পরিস্থিতি যে ক্রমশ আয়ত্তের বাইরে যেতে শুরু করেছে, তা বুঝতে পারছেন নীচুতলার তৃণমূলের নেতাকর্মীরা। আর সেই কারণেই দ্রুত বিজেপির মোকাবিলা করতে যাতে সমস্ত ব্লক কমিটি ঘোষণা করা সম্ভব হয়, তার জন্য দাবি জানাতে দেখা যাচ্ছে তাদের। কিন্তু এখনও পর্যন্ত সমগ্র ব্লক কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। তাই একদিকে গোষ্ঠীদ্বন্দ্ব মোকাবিলা এবং অন্যদিকে বিজেপির মোকাবিলা করতে গিয়ে এই ব্লক কমিটি কবে ঘোষিত হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!