এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপিকে চাপে ফেলে মমতাকে নয়া প্রস্তাব হেভিওয়েট সিপিএম নেতার, ঐক্যবদ্ধ বিরোধী শক্তি নিয়ে জল্পনা!

বিজেপিকে চাপে ফেলে মমতাকে নয়া প্রস্তাব হেভিওয়েট সিপিএম নেতার, ঐক্যবদ্ধ বিরোধী শক্তি নিয়ে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দিনকে দিন পশ্চিমবঙ্গের পাশাপাশি সারা রাজ্যে অপ্রাসঙ্গিক হয়ে উঠছে বামেরা। একমাত্র কেরল ছাড়া সারাদেশের আর কোনো জায়গাতেই তারা শাসনক্ষমতা দখল করতে পারেনি। পশ্চিমবঙ্গেও এবার বামেরা কার্যত শূন্য হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে যখন বিরোধী দলের জায়গা দখল করেছে বিজেপি, তখন নিজেদের রাজনৈতিক সুবিধার কথা চিন্তা করে বামেরা ভালো ফলাফল করলে এবং বিরোধীদলের জায়গা দখল করলে তৃণমূলের যে অনেকটাই সুবিধে হত, তা কৌশলে বুঝিয়ে দিয়েছেন দলের অনেক নেতা-নেত্রী।

আর এই পরিস্থিতিতে এবার কি কাছাকাছি আসতে চলেছে তৃণমূল এবং সিপিএম? জানা গেছে, করোনা ভাইরাসের টিকা করনের জন্য এবার কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও 11 টি অ-বিজেপি রাজ্য সরকারকে একটি চিঠি দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। আর সেই চিঠিকে ঘিরেই গোটা দেশে বিজেপি বিরোধী শক্তি হিসেবে সমন্বয় রেখে তৃণমূল, সিপিএম সহ আরও বিজেপি বিরোধী দলগুলো এককাট্টা হতে পারে বলে জল্পনা ছড়িয়ে পড়েছে।

বলা বাহুল্য, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সকলেই করোনা ভাইরাসের টিকা করনের ওপর জোর দিচ্ছেন। এক্ষেত্রে অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের গলায় বারবার কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার ঘটনা সামনে এসেছে। আর এই পরিস্থিতিতে পিনারাই বিজয়ন মমতা বন্দ্যোপাধ্যায় সহ 11 টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন। এক্ষেত্রে সাধারণ মানুষকে টিকাকরণের বিষয়টি যেমন তুলে ধরলেন, ঠিক তেমনই বিজেপি বিরোধী রাজ্যগুলো যাতে একত্রিত থাকে, সেই বার্তাও তিনি এই চিঠির মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কেননা এমনিতেই সিপিএমের অবস্থা অত্যন্ত করুণ। কেরলে তারা সরকার গঠন করলেও, অন্যান্য জায়গায় তারা কোনোভাবেই দাগ কাটতে পারেনি। তাই এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো যদি পিনারাই বিজয়নের ডাকে সাড়া দিয়ে টিকাকরণ নিয়ে কেন্দ্রের ওপর চাপ বাড়ায়, তাহলে দেশের ঐক্যবদ্ধ বিরোধী শক্তি কিছুটা হলেও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। যা বিজেপিতে অনেকটাই কাবু করে দেবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি এর ফলে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া বামেরা কিছুটা হলেও অক্সিজেন পাবে বলে মনে করা হচ্ছে। যার জেরে পিনারাই বিজয়ন আদ্যপ্রান্ত বিরোধী তৃণমূলের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও 11 টি রাজ্যের বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়ে কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করার বার্তা দিলেন। যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, এই চিঠিতে টিকার জন্য যাতে কেন্দ্র গ্লোবাল টেন্ডার ডাকে, সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মানুষের স্বার্থে প্রতিটি রাজ্যকে বিনামূল্যে টিকা দিতে হবে বলেও দাবি করেছেন কেরলের মুখ্যমন্ত্রী।

একাংশ বলছেন, পিনারাই বিজয়ন এই চিঠির মধ্যে দিয়ে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন। মানুষের কাছ থেকে সিপিএম যখন অনেকটাই দূরে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা, তখন বিজেপি বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানালেন তিনি। অর্থাৎ এই চিঠির মধ্যে দিয়ে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের গেরুয়া শিবিরের ওপর চাপ সৃষ্টি করার বার্তা দিতে দেখা গেল তাকে।

পাশাপাশি বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে একা সিপিএমের পক্ষে যে তা সম্ভব নয় এবং তার জন্য সমবেত বিরোধী শক্তির প্রয়োজন, তা এই চিঠির মধ্যে দিয়ে সুকৌশলে তুলে ধরার চেষ্টা করলেন কেরলের মুখ্যমন্ত্রী। এখন দেখার বিষয়, বাম শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবে মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি বিরোধী নেতা নেত্রীরা সম্মতি প্রকাশ করেন কিনা!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!