এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপিকে চাপে রাখতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে অভিষেক, দিলেন বড় নির্দেশ!

বিজেপিকে চাপে রাখতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে অভিষেক, দিলেন বড় নির্দেশ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- জাতীয় স্তরে বিজেপিকে একচুল জায়গা ছাড়া হবে না, এখন এটাই প্রধান স্ট্র্যাটেজি তৃণমূল কংগ্রেসের। আর সেই কারণেই লোকসভা থেকে শুরু করে রাজ্যসভার সাংসদদের নিয়ে দলীয় বৈঠকে যাতে সকলে সংসদে প্রতিনিয়ত উপস্থিত থাকেন, সেই ব্যাপারে নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলায় তৃতীয়বার ক্ষমতা দখল করার পর এখন সর্বভারতীয় রাজনীতিতে নজর দিতে শুরু করেছে তৃণমূল নেতৃত্ব।

বিরোধী মহাজোট গঠন করে যাতে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরানো যায়, তার জন্য কৌশল তৈরি করতে দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরকে। আর সেই কারণেই দিল্লি পাড়ি দিয়েছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগেই ক্ষেত্র প্রস্তুত করতে দলের সাংসদদের নিয়ে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই আগামী দিনে যে বিজেপি বিরোধিতা জারি রাখতে হবে এবং গেরুয়া শিবিরকে যে একচুল জায়গা ছাড়া হবে না, সেই ব্যাপারে দলের সমস্ত সাংসদদের জানিয়ে দেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছে যাওয়ার আগেই রাজধানীতে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানে পৌঁছেই সংসদ ভবনে রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের নিয়ে একটি বৈঠক করেন তিনি। যেখানে দলীয় সাংসদদের উদ্দেশ্যে আগামী দিনে সংসদে উপস্থিতি যে বাধ্যতামূলক, সেই কথা জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একাংশ বলছেন, বিভিন্ন ক্ষেত্রে সাংসদদের সংসদ ভবনে উপস্থিত হতে দেখা যায় না। কিন্তু বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কাছে। প্রতিটি বিষয়কে ধরে ধরে বিজেপিকে চাপে রাখতে দলীয় সাংসদদের সংসদ ভবনে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই সমস্ত সাংসদরা যাতে অধিবেশনে অংশগ্রহণ করেন, তার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, পেগাসাস থেকে শুরু করে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, তৃণমূলের কাছে বিজেপির বিরোধিতা করতে এখন একাধিক ইস্যু রয়েছে। তাই সেই সমস্ত ইস্যুকে ঠিকমতো কাজে লাগাতে চাইছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলকে সর্বভারতীয় স্তরে বিস্তারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত সেকেন্ড-ইন-কমান্ড করে দেওয়া হয়েছে। আর দায়িত্ব পাওয়ার সাথে সাথেই এখন সর্বভারতীয় স্তরে কিভাবে বিজেপিকে চাপে ফেলা যায়, তার পরিকল্পনা শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার অঙ্গ হিসেবে আগামী দিনে কিভাবে আরও বেশি করে বিজেপিকে বিভিন্ন বিষয়ে চেপে ধরতে হবে এবং গেরুয়া শিবিরের বিড়ম্বনা বাড়িয়ে দিতে হবে, সেই কৌশল দলীয় সাংসদদের জানিয়ে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!