বিজেপিকে চাপে রাখতে গঠিত হল মমতার নতুন ছাত্র বাহিনী! কারা কারা স্থান পেলেন তালিকায়! জেনে নিন তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য January 17, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –কথায় আছে, ছাত্র এবং যুব যে দলে বেশী পরিমানে শক্তিশালী, সেই দলের সংগঠন ততটাই শক্তিশালী হয়। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে ক্রমাগত তৃণমূল সরকারের ওপর চাপ বাড়াতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। যুব বাহিনীর ওপর ভর করে বিভিন্ন জায়গায় সভা সমিতি সংগঠিত করতে দেখা যাচ্ছে তাদের। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বিজেপিতে নাম লেখানোর পর তৃনমূলের যুব সংগঠন বাড়তি ভাবে উজ্জীবিত হয়েছে। আর এই পরিস্থিতিতে নির্বাচনের আগে সেই বিজেপিকে পাল্টা মোকাবিলা করতে এবং নিজেদের সংগঠনকে মজবুত করতে গঠিত হল রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটি। সূত্রের খবর, এদিন তৃণমূল ছাত্র পরিষদের নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হয়। যেখানে বেশকিছু মুখ থাকলেও, নতুন বেশকিছু মুখকে সংযোজিত করা হয়েছে। রাজ্যের সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে সুকান্ত চক্রবর্তী, সুদীপ রাহা এবং প্রান্তিক চক্রবর্তীকে। এছাড়াও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ওয়াহিদা খাতুন, অর্ঘ্য বসু, সৌরিক মুখোপাধ্যায় এবং রেজাউল ইসলাম মোল্লা। শুধু তাই নয়, একজন সম্পাদক সহ এক্সিকিউটিভ কমিটির 12 জন সদস্য করা হয়েছে। আর তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটি নির্বাচনের আগে গঠন করায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে শাসকদলের অন্দরমহলে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বিজেপির মত শক্তিকে মোকাবিলা করতে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ছাত্র-যুবদের পাশে চাইছেন। আর সেই কারণেই গ্রহণযোগ্য মুখদের রাজ্যের কমিটিতে জায়গা দিয়ে আরও বেশি করে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় যাওয়ার পরামর্শ দিলেন তিনি। এক্ষেত্রে রাজ্যের কমিটিতে বেশ কিছু মুখকে জায়গা দিয়ে তাদের আরও বিজেপির বিরুদ্ধে যাতে লড়াইয়ে শামিল করানো যায়, তার চেষ্টাই করা হল বলে দাবি করছেন একাংশ। বলা বাহুল্য, নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই বিজেপি দুর্নীতি সহ একাধিক বিষয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে। তাই এই সমস্ত বিষয় মোকাবিলা করতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের ছাত্র এবং যুব সংগঠনকে ময়দানে নামাতে চাইছেন। সেদিক থেকে তৃণমূল ছাত্র পরিষদের এই নতুন রাজ্য কমিটি গঠন যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে নতুন এই কমিটি কতটা গ্রহণযোগ্য হয় এবং আগামী দিনে সংগঠনকে চাঙ্গা করতে তারা কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -