এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপিকে চাপে রেখে বড় পদক্ষেপ মমতার, দিল্লি গেলেন পাঁচ সারথি!

বিজেপিকে চাপে রেখে বড় পদক্ষেপ মমতার, দিল্লি গেলেন পাঁচ সারথি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কৃষি আইনের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদ অনেকদিন ধরেই চলছে। প্রথম থেকেই এই কৃষি আইন বাতিল করার দাবিতে সোচ্চার হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, দিল্লির মাটিতে শীতের রাতে প্রতিবাদ আন্দোলনে পড়ে রয়েছেন কৃষকরা। আর এই পরিস্থিতিতে জাতীয় কৃষক দিবসে সেই সমস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর কথা জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু তাই নয়, নিজের দলের পাঁচ সাংসদকে সিঙ্ঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের কাছে পৌঁছে যাওয়ার নির্দেশ দিলেন তিনি। জানা গেছে, ইতিমধ্যেই আন্দোলনরত কৃষকদের কাছে পৌঁছে গিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, প্রসূন ব্যানার্জি, প্রতিমা মন্ডল, শতাব্দী রায় এবং নাদিমুল হক। একাংশ বলছেন, সামনেই বাংলার বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি ক্রমাগত চাপ বাড়াচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর।

আর এই পরিস্থিতিতে বিজেপিকে আরও বেশি করে কুপোকাত করতে কৃষকদের পাশে যে তিনি সবসময় রয়েছেন, তা বুঝিয়ে দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কৃষকদের আন্দোলনের পাশে থাকার জন্য নিজের দলের পাঁচ সাংসদকে দিল্লিতে পাঠিয়ে দিলেন তিনি। জানা গেছে, এদিন আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছেন সেই সমস্ত কৃষকরা।

একাংশ বলছেন, বিগত বাম সরকারের আমলে সিঙ্গুরের কৃষিজমি রক্ষার আন্দোলনের মধ্য দিয়েই ক্ষমতায় আসার পথকে প্রশস্ত করেছিল তৃণমূল কংগ্রেস। যেখানে বাম সরকারের অস্বস্তিকে বাড়িয়ে দিয়ে অনশন, আন্দোলনের মধ্য দিয়ে বাংলার মানুষের মন জয় করে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই কৃষক দরদী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরেন তৃনমূলের কর্মী-সমর্থকরা।

আর বর্তমানে বাংলার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে যখন বিজেপি তাদের ময়দান প্রস্তুত করছে, তখন সেই বিজেপিকে পাল্টা চাপে ফেলে দিতে দিল্লির মাটিতে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার কথা জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে বিজেপিকে যেমন চাপে ফেলে দিলেন, ঠিক তেমনই কৃষকদের দুর্দশার দিনে তিনি যে সবসময় থাকবেন, তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি একাংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকদের দাবি, গত লোকসভা নির্বাচনের আগের সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের মুখ হিসেবে সামনের সারিতে উঠে এসেছিলেন। যেখানে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হলে বিরোধী মহাজোট যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তা বুঝিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলে সেই বিরোধীরা পর্যুদস্ত। এমনকি বাংলাতেও তার যথেষ্ট প্রভাব পড়েছে। দিনকে দিন পশ্চিমবঙ্গের তাদের প্রভাব বাড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি। মানুষের কাছে গিয়ে রাজ্যের তৃণমূল সরকার সম্পর্কে নানা অভিযোগ করতে দেখা যাচ্ছে তাদের।

আর এই পরিস্থিতিতে বিজেপি যখন রাজ্যের তৃণমূল সরকারকে অস্বস্তিতে ফেলতে তৎপর, তখন দিল্লির কৃষকদের পাশে দাঁড়িয়ে বিজেপিকে চাপে ফেলার কৌশল নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই বলতে শুরু করেছেন, একসময় বাম সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে যেমন সিঙ্গুরের কৃষি আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ঠিক তেমনই যখন বিজেপির প্রভাব বাড়ছে, তখন যাতে বিজেপি ভালো ফল করতে না পারে, তার জন্য দিল্লির কৃষকদের আন্দোলনে পাশে থেকে বড় ভূমিকা নিতে চাইছেন তৃণমূল নেত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কৃষকদের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ওপর চাপ বাড়িয়ে দিতে কি পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!