এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিকে এমন মার মারুন যেন শিক্ষা হয়! দলীয় কর্মীদের নিদান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের

বিজেপিকে এমন মার মারুন যেন শিক্ষা হয়! দলীয় কর্মীদের নিদান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে বাংলায়। প্রতিনিয়ত শাসক থেকে বিরোধী নেতাদের তরজা কখনও কখনও শালীনতার মাত্রা অতিক্রম করে যাচ্ছে। আর এবার বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে খবরের শিরোনামে উঠে আসলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

সূত্রের খবর, এদিন বনগাঁর ডেভেলপমেন্ট কার্নিভালে যোগ দিয়ে “মারলে পাল্টা মার হবে” বলে হুশিয়ারি দেন রাজ্যের খাদ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই একজন জনপ্রতিনিধির গলায় বিরোধীদের উদ্দেশ্যে এই ধরনের হুঁশিয়ারি রীতিমত সমালোচনার ঝড় বয়ে এনেছে রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর, এদিন এই কার্নিভালে যোগ দিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী বলেন, “আগে আমি ভদ্র ছিলাম। বিজেপি যদি একতরফা মনে করে থাকে, তৃণমূল কর্মীদের মারবেন কিংবা মেরে ফেলবেন, তা হতে দেওয়া যাবে না। আমি গুলি করা কিংবা রক্তের কথা বলব না। তবে মারলে পাল্টা মারতে হবে। এমন মার হবে যে, বিজেপির লোকেরা শিক্ষা পাবে। এমন শিক্ষা দেব, বিজেপির লোকেরা বুঝতে পারবেন, পাড়ায় পাড়ায় হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় বিভিন্ন সময়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নানা বিতর্কিত মন্তব্য করে থাকেন। দেখে নেওয়া হবে, আক্রমণ করা হবে বলে তার মন্তব্য নিঃসন্দেহে বিতর্কের সৃষ্টি করে। আর দিলীপ ঘোষের সেই মন্তব্যের জবাব দিতেই জ্যোতিপ্রিয় মল্লিক পাল্টা হুঁশিয়ারি দিলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে পর্যবেক্ষকরা বলছেন, রাজনৈতিক নেতা, মন্ত্রী এবং জনপ্রতিনিধিদের দেখে ভবিষ্যৎ প্রজন্ম শিখবে, সেটাই স্বাভাবিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শাসক থেকে বিরোধী প্রতিটি রাজনৈতিক নেতা মন্ত্রীদের বক্তব্য দেওয়ার আগে কিছুটা হলেও সচেতনতা অবলম্বন করা দরকার। কেননা যদি তারা গুরুত্বপূর্ণ পদে থেকে একে অপরকে দেখে নেওয়ার হুমকি দেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জনপ্রতিনিধি এবং গণতন্ত্র সম্পর্কে কি শিক্ষা যাবে, তা নিঃসন্দেহে বড় প্রশ্নের বিষয়।

তাই এই পরিস্থিতিতে জ্যোতিপ্রিয় মল্লিক যেভাবে একজন মন্ত্রী হয়ে বিজেপিকে মার দেওয়ার কথা বললেন, তাতে ভবিষ্যতে মন্ত্রীর এই কথার উপর উজ্জীবিত হয়ে যদি বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা হয়, তাহলে তার দায় কে নেবে, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!