এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে কৌশল তৃণমূলের! নয়া পদক্ষেপ শাসক শিবিরের!

বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে কৌশল তৃণমূলের! নয়া পদক্ষেপ শাসক শিবিরের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পঞ্চায়েত ভোট থেকেই জঙ্গলমহলে নিজেদের দাপট বাড়াতে শুরু করে ভারতীয় জনতা পার্টি। তারপর লোকসভা নির্বাচনে তারা তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়ে দেয়। তবে সামনেই বিধানসভা নির্বাচন। তাই তার আগে এখন তৃণমূল কংগ্রেস বিজেপিতে চলে যাওয়া নেতাকর্মীদের আবার নিজেদের দিকে টানতে ব্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় বিরোধীদের দল ভাঙিয়ে নিজেদের দলে নেতাকর্মীদের আধিক্য বাড়াতে উদ্যোগী হয়েছে শাসক দল।

এবার বিজেপির দখলে থাকা কেশিয়াড়ি পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আনতে তৎপর হল শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত পঞ্চায়েত ভোটে 13 টি আসনের মধ্যে 9 টি আসনে জয়লাভ করে এই পঞ্চায়েত দখল করে ভারতীয় জনতা পার্টি। কিন্তু বর্তমানে তাদের সদস্য সংখ্যা কমে 5 এসে দাঁড়িয়েছে। এদিকে বিজেপির 4 সদস্যকে নিজেদের দলে টেনে তৃণমূল পঞ্চায়েতের নিজেদের সদস্য সংখ্যা 9 করে নিয়েছে। তাই এই পরিস্থিতিতে বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের বিরুদ্ধে এবার অনাস্থা এনে তার দখল নিতে উদ্যোগী শাসক দল তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে ব্লক তৃণমূলের নেতা অশোক রাউত বলেন, “আমরা স্থানীয় নেতৃত্ব বৈঠক করে অনাস্থা আনার সিদ্ধান্ত নিয়েছি। জেলার কাছে অনুমতি চাওয়া হয়েছে।” তাহলে কি তারা সেই পঞ্চায়েতে অনাস্থার আনার জন্য তৈরি? এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, “যেদিন সময় আসবে, অনাস্থা নির্দেশ দেওয়া হবে। বিজেপির উপর থেকে তাদের জনপ্রতিনিধিদেরও মোহভঙ্গ হচ্ছে। কেশিয়াড়ি তারই প্রমাণ। আমরা পঞ্চায়েত সমিতিতেও এখন সংখ্যাগরিষ্ঠ।” কিন্তু যদি এইভাবে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আনা হয় এবং তৃণমূল যদি এই পঞ্চায়েত দখল করে, তা হলে তো অনেকটাই চাপে পড়বে ভারতীয় জনতা পার্টি!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিজেপি নেতা বিনোদ মুর্মু বলেন, “আমাদের দলের কয়েকজন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় আমরা বাঘাস্তি পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছি। দল বিরোধী আইনের জন্য তাদের সদস্য পদ বাতিলের জন্য আবেদন করা হয়েছে। তবে আর কোনো পঞ্চায়েত তৃণমূল দখল করতে পারবে না।” বিশেষজ্ঞরা বলছেন, পঞ্চায়েত নির্বাচন এবং তারপর লোকসভা নির্বাচনে বিজেপি এই অঞ্চলগুলোতে যেভাবে তাদের দাপট বজায় রেখেছিল, তাতে তৃণমূল অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে।

কিন্তু এবার বিধানসভা নির্বাচনের মুখে যেভাবে বিজেপির দখল করা পঞ্চায়েতে থাবা বসাতে শুরু করল তৃণমূল কংগ্রেস, তাতে গেরুয়া শিবির অনেকটাই ব্যাকফুটে চলে গেল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বিজেপির দখলে থাকা এই পঞ্চায়েত তৃণমূল নিজেদের দখলে নিতে কতটা সক্ষম হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!