এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিকে নারীবিদ্বেষী দল বলে আক্রমণ, শোরগোল তুলে দিলেন মমতা!

বিজেপিকে নারীবিদ্বেষী দল বলে আক্রমণ, শোরগোল তুলে দিলেন মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই আক্রমণ প্রতি-আক্রমণের ঘটনা বৃদ্ধি পেতে শুরু করেছে। প্রায় প্রতিটি সভা থেকে বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এক্ষেত্রে বিজেপি বাংলা দখলের কথা বললে বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থা কি রয়েছে, তা সভা-সমিতির মধ্যে দিয়ে তুলে ধরছেন বাংলার মুখ্যমন্ত্রী।

স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে রাজনৈতিক তরজা ক্রমশ বাড়তে শুরু করেছে। আর এবার আজ দাসপুরের নির্বাচনী সভা থেকে বিজেপির বিরুদ্ধে নারী বিদ্বেষী দল বলে অভিযোগ তুলে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শুক্রবার নির্বাচনী সভা উপলক্ষে দাসপুরে উপস্থিত হন তৃণমূল নেত্রী। আর সেখানেই বিজেপির বিরুদ্ধে নারী জাতিকে অসম্মান করার অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি নারীবিদ্বেষী। মহিলাদের নামে যা-তা বলে। এমনকি মা দুর্গাকেও গালাগালি দেয়। বিরসা মুন্ডার নামে অন্য লোকের গলায় মালা দিয়ে চলে গেল।”

অর্থাৎ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মহিলাদের সুরক্ষা না দেওয়ার অভিযোগ তোলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা নির্বাচনী সভার মধ্যে দিয়ে বিজেপি শাসিত রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় বলে বোঝানোর চেষ্টা করলেন। পাশাপাশি তিনি বুঝিয়ে দিলেন, বিজেপি কোনোভাবেই নারী জাতির সম্মান দিতে জানে না। অর্থাৎ এক্ষেত্রে মহিলাদের মনে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ তৈরি করে তার সুফল নিজের ভোটবাক্সে আনার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন নানা অভিযোগ তুলতে শুরু করেছে বিজেপি, তখন পাল্টা বিজেপি শাসিত রাজ্য গুলোর দিকে আঙ্গুল তুলতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে বিজেপি বারবার সোনার বাংলা গঠনের কথা বললে, তৃণমূলের পক্ষ থেকে সোনার ভারত গঠনের কথা বলা হচ্ছে।

স্বাভাবিক ভাবেই জমে উঠেছে রাজনৈতিক তরজা। আর এবার মহিলাদের সুরক্ষা নিয়ে যখন বাংলার মহিলা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছে বিরোধীরা, তখন পাল্টা জবাব দিয়ে বিজেপি মহিলাদের সম্মান করে না বলে অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি কতটা তোলপাড় হয় এবং বিজেপির পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!