এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিজেপিকে নকল করলে দল ‘শূন্য’ হয়ে যাবে! একি বিস্ফোরক কথা ফাঁস করলেন হেভিওয়েট বিরোধী নেতা?

বিজেপিকে নকল করলে দল ‘শূন্য’ হয়ে যাবে! একি বিস্ফোরক কথা ফাঁস করলেন হেভিওয়েট বিরোধী নেতা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তিনি কংগ্রেসের নেতা। কিন্তু এমন কিছু মন্তব্য করলেন, যার ফলে অস্বস্তিতে পড়ল তার দল কংগ্রেস। সূত্রের খবর, এদিন কংগ্রেসের বর্ষিয়ান নেতা শশী থারুর নিজের নতুন বই “দ্যা ব্যাটেল অফ বিলঙ্গিং” প্রসঙ্গে একটি সাক্ষাৎকার দেন। আর সেখানেই বেশকিছু বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তাকে। যাকে কেন্দ্র করে এবার শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। এদিন নিজের সাক্ষাৎকারে “বিজেপিকে নকল করতে গেলে শূন্য হয়ে যেতে হবে” বলে বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় এই কংগ্রেস নেতাকে। কিন্তু কেন তিনি হঠাৎ এই ধরনের মন্তব্য করলেন? এখন তা নিয়েই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্রের খবর, এদিন সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে কংগ্রেস নেতাকে প্রশ্ন করা হয়, কংগ্রেস কি নরম হিন্দুত্বের পথে হাঁটছে না? আর এর জবাবেই শশী থারুর বলেন, “আমি বহুদিন ধরেই বলে এসেছি পেপসি লাইটের নকল করে বিজেপি লাইট হতে গেলে শেষ পর্যন্ত কোক জিরো অর্থাৎ কংগ্রেস জিরো হয়ে শেষ করতে হবে। কংগ্রেস কোনো দিক থেকেই বিজেপি নয়। কাজেই আমাদের তাদের লাইট সংস্করণ হবার চেষ্টা করে কোনো লাভ নেই। আমার মতে আমরা তা করছিও না।”

একাংশ বলছেন, শশী থারুর এই মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন যে, বিজেপি নকল করে কোনোদিনই সাফল্য পাওয়া যাবে না। স্বভাবতই বর্ষিয়ান কংগ্রেস নেতার এই মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিন শশী থারুর বলেন, “সেকুলার তথা ধর্মনিরপেক্ষ শব্দটাকে যদি সংবিধান থেকে সরিয়েও ফেলে শাসকদল, তাহলেও এদেশের ধর্মনিরপেক্ষ চেহারাটা বদলানো যাবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন ধর্ম নিয়েও একাধিক ব্যাখ্যা দিতে দেখা যায় এই বর্ষীয়ান কংগ্রেস নেতাকে। তিনি বলেন, “রাহুল নিজেই বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন তিনি মন্দিরে যান। কারণ তিনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন। কিন্তু কোনো ধরনের হিন্দুত্বে তার সমর্থন নেই। সে নরম হোক বা কড়া। কংগ্রেস হিন্দু ধর্মকে সম্মান করে। কিন্তু হিন্দুত্ব হল এক ধরনের রাজনৈতিক মতবাদ।” এদিকে সাম্প্রদায়িক বিদ্বেষ বাপকে নিয়েও এদিন কটাক্ষ করেন এই কংগ্রেস নেতা শশী থারুর।

তিনি বলেন, “যারা হিন্দু মুসলিম ঐক্য নিয়ে এত ভয় পাচ্ছে, তারা কেন বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীককে ত্যাগ করছেন না!” এক্ষেত্রে হিন্দু-মুসলিম ঐক্যের সবথেকে বড় প্রতীক ভারতবর্ষকেই বুঝিয়েছেন এই কংগ্রেস নেতা। সব মিলিয়ে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে ধর্ম নিরপেক্ষতার কথা তুলে ধরে বিজেপিকে নকল করা যে কোনোমতেই উচিত নয়, তা বুঝিয়ে দিলেন শশী থারুর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!