এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপিকে সরাতে মমতা নন, প্রশান্ত কিশোরের ভরসায় কেন্দ্রে অন্যজন, চাপে তৃণমূল!

বিজেপিকে সরাতে মমতা নন, প্রশান্ত কিশোরের ভরসায় কেন্দ্রে অন্যজন, চাপে তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বার ক্ষমতায় আসার পরেই সারা দেশজুড়ে আলোড়ন পড়ে যায়। এক্ষেত্রে বিজেপির তাবড় তাবড় নেতারা বাংলায় গিয়ে পড়ে থাকলেও, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জয় ছিনিয়ে নিয়েছেন, তাকে সামনে রেখে তৃণমূল নেত্রীর প্রশংসা করতে দেখা যায় বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের। যার ফলে কার্যত ধরে নেওয়া হয় যে, আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে যদি বিরোধী মহাজোট তৈরি হয়, তাহলে তার প্রধান নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এমনকি 2019 সাল থেকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতার ভূমিকা পালন করা ভোট-কৌশলী বলে পরিচিত প্রশান্ত কিশোরের নানা পদক্ষেপ সেই জল্পনায় সীলমোহর দিতে শুরু করে। ইতিমধ্যেই একাধিকবার এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেছেন বিশিষ্ট রাজনৈতিক রণনীতিকার প্রশান্ত কিশোর। যার ফলে জল্পনা বৃদ্ধি পেয়েছে। অনেকেই দাবি করছেন, এক দলের সঙ্গে অন্য দলের সংযোগ রক্ষা করার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে বিরোধী নেতাদের সঙ্গে কথাবার্তা সেরে রাখছেন প্রশান্ত কিশোর।

কিন্তু আশ্চর্যজনক ভাবে গত 10 দিনের মধ্যে প্রায় তিন দিন সেই প্রশান্ত কিশোর শুধুমাত্র এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক করার কারণে রাজনৈতিক মহলে অন্য গুঞ্জন সৃষ্টি হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, তাহলে কি 2024 এর লোকসভা নির্বাচনের আগে যে বিজেপি বিরোধী মহাজোট তৈরি হবে, সেই মহাজোটে প্রশান্ত কিশোরের চোখে সবথেকে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন শরদ পাওয়ার! কেননা সেভাবে অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে না তাকে। শুধুমাত্র শরদ পাওয়ারের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তিনি। তাই এই জল্পনা ক্রমশ ঊর্ধ্বমুখী।

সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা প্রায় একঘন্টা শরদ পাওয়ারের বাড়িতে ছিলেন প্রশান্ত কিশোর। যেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। অর্থাৎ গত 10 দিনের মধ্যে প্রায় তিন দিন এই হেভিওয়েট বর্ষীয়ান নেতার সঙ্গে আলোচনা করেছেন বিশিষ্ট নির্বাচনী রণনীতিকার। যার ফলে মনে করা হচ্ছে, 2024 এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা অর্জন করছেন শরদ পাওয়ার। আর তাই বর্ষীয়ান এই রাজনীতিবিদদের সঙ্গে সবথেকে বেশি বৈঠক করতে দেখা যাচ্ছে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্র সম্পর্কে অবহিত প্রশান্ত কিশোরকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এর পাশাপাশি বেশ কিছু সংশয়ের কারণ তৈরি হয়েছে। অনেকে বলছেন, জাতীয় রাজনীতিতে বিস্তার লাভ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 এর লোকসভা নির্বাচনের আগে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বিরোধী মহাজোটের প্রধান নেতৃত্ব প্রদানের জায়গায় থাকেন, সেই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে দেখা যাচ্ছে তৃণমূলের নেতা-কর্মীদের।

কিন্তু তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের পক্ষ থেকে বারবার শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক অন্য ইঙ্গিত বহন করছে বলেই দাবি একাংশের। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এক্ষেত্রে বৃহৎ মহাজোটের সাফল্য পাওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব শরদ পাওয়ারকেই দিচ্ছেন প্রশান্ত কিশোর?

তবে এই ব্যাপারে নানা বিষয় উঠে আসলেও তাকে গুরুত্ব দিতে নারাজ একাংশ। তাদের দাবি, সর্বভারতীয় রাজনীতিতে অত্যন্ত অভিজ্ঞ শরদ পাওয়ার। তাই তার সঙ্গে কথা বলেই গোটা বিষয়টি বুঝে নিতে চাইছেন প্রশান্ত কিশোর। এক্ষেত্রে প্রথম থেকেই বিরোধী মহাজোটের ওপর ভরসা রয়েছে প্রশান্ত কিশোরের। যে সমস্ত জায়গায় যে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দল শক্তিশালী, সেখানেই তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করুক বলে বুঝিয়ে দিয়েছেন তিনি।

আর এই পরিস্থিতিতে লাগাতার শারদ পাওয়ারের সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠক বিরোধী মহাজোটকে আরও চাঙ্গা করার ইঙ্গিত বলেই মত বিশেষজ্ঞদের। তবে শরদ পাওয়ারের মত বিজেপি বিরোধী অন্যান্য নেতা-নেত্রীদের সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনায় বসেন কিনা প্রশান্ত কিশোর, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!