এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপিকে সুবিধা করে দিচ্ছে তৃণমূল, দলত্যাগ শীর্ষনেতার!

বিজেপিকে সুবিধা করে দিচ্ছে তৃণমূল, দলত্যাগ শীর্ষনেতার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গের বাইরে ত্রিপুরা থেকে শুরু করে গোয়াতে একের পর এক কর্মসূচি নিতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু শুরুতেই জানো বড়সড় ধাক্কা খেলো ঘাসফুল শিবির। এবার ত্রিপুরায় তৃণমূলের সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল যার কাঁধে, সেই হেভিওয়েট দলত্যাগ করে কার্যত শোরগোল ফেলে দিলেন। যেখানে গোয়ায় তৃণমূলের রাজ্য সভাপতি কিরণ কোন্দলকার ঘাসফুল শিবির ত্যাগ করেছেন যাকে কেন্দ্র করে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল।

সূত্রের খবর, এদিন তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন কিরণ কোন্দলকার। আর তারপরেই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। যেখানে প্রশান্ত কিশোরকে দায়ী করে গোয়ায় বিজেপির সুবিধা করে দেওয়া হয়েছে বলে দাবি করতে দেখা যায় এই দলত্যাগী তৃণমূল নেতাকে। এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “গোয়ায় হারের জন্য প্রশান্ত কিশোর দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় নির্বাচনের জন্য আইপ্যাককে দায়িত্ব দিয়েছিল। তাই ব্যর্থতার দায় যদি কারওর ওপর বর্তায়, তাহলে তার ওপরেই গোয়ায় তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার।”

বিশেষজ্ঞদের মতে, বিজেপির সুবিধা করার কথা বলে এই হেভিওয়েট কার্যত গোয়াতে তৃণমূলের স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দিলেন। এর ফলে বাইরের রাজ্যে সংগঠন গড়ার যে সম্ভাবনা তৃণমূলের ছিল, তাও ধুলিস্যাৎ হয়ে গেল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!