এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “কিছু নিক, কিছু দিক। কি দরকার উন্নয়ন করবার!” প্রকাশ্য সভায় ঘোষণা অনুব্রতর! জোর শোরগোল!

“কিছু নিক, কিছু দিক। কি দরকার উন্নয়ন করবার!” প্রকাশ্য সভায় ঘোষণা অনুব্রতর! জোর শোরগোল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে নদিয়ায় বিজেপি খুব একটা ভালো ফলাফল না করার পর সেখানকার কিছু কর্মী বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে গিয়ে অভিযোগ করেছিলেন, তৃণমূলের হাতে তাদের আক্রান্ত হতে হচ্ছে। আর তা শুনে দিলীপ ঘোষ বলেছিলেন, সেখানকার হিন্দুরা বিজেপিকে ভোট দেয়নি। সুতরাং এক্ষেত্রে তার কিছু করার নেই। আর দিলীপবাবুর এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। তাহলে কি রাজনৈতিক নেতারা শুধুমাত্র ভোটের জন্য মানুষের পাশে দাঁড়ান?

যদি তারা ভোট না পান, তাহলে কি মানুষের পাশে দাঁড়াবেন না তারা? পরবর্তীতে দিলীপ ঘোষের ভাইরাল হওয়া ভিডিওকে নিয়ে নানা জায়গায় তৃণমূলের পক্ষ থেকে কড়া ভাষায় তার নিন্দা করা হয়। কিন্তু এবার বিজেপিকে ভোট দিলে উন্নয়ন নয় বলে প্রকাশ্য সভায় জানিয়ে দিতে দেখা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। আর হেভিওয়েট তৃণমূল নেতার এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে এবার ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, রবিবার বীরভূমের নলহাটি 1 নম্বর ব্লকের অন্তর্গত হরিপ্রসাদ হাই ্স্কুলে তৃণমূলের একটি বুথভিত্তিক কর্মীসভার আয়োজন করা হয়। যেখানে 88 নম্বর বুথের তৃণমূল কর্মী এলাকায় পিছিয়ে থাকার কারণ হিসেবে সমস্ত কাজ করে দেওয়া হয়নি। তাই ভোট পাওয়া যায়নি বলে দাবি করেন। আর এই কথা শুনেই মেজাজ হারান অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “ওরা বিজেপিকে ভোট দেবে!” উত্তরে তৃণমূল কর্মী বলেন, “বিজেপিকে ভোট দেবে।” আর তারপরেই অনুব্রত মণ্ডল সেই তৃণমূল কর্মীকে জিজ্ঞাসা করেন, তাহলে বিজেপির কাছে উন্নয়ন চাইবে তো? তাহলে উন্নয়ন করবেন না। মেম্বার তো আপনার। বন্ধ করে দিন উন্নয়ন। কি জন্য উন্নয়ন করছেন? কিছু নিক, কিছু দিক। কি দরকার উন্নয়ন করবার!”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই শাসক দলের নেতার মুখ থেকে এই ধরনের মন্তব্য শুনতে পাওয়ায় এবার বিরোধীরা তাকে হাতিয়ার করে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেছে। অনেকেরই প্রশ্ন, তাহলে কি বর্তমান রাজনীতির এটাই ট্রেন্ড যে, জনগণ কিছু না দিলে সেই এলাকার উন্নয়ন করবে না ক্ষমতাসীন দল! কিন্তু যারা ক্ষমতায় থাকেন, তারা তো সকলের। এক্ষেত্রে কারা ভোট দিল, কারা দিল না, তাদের জন্য বাছাই করে যেভাবে উন্নয়ন প্রদানের কথা বললেন অনুব্রত মণ্ডল, তাতে তো বিতর্ক আরও বাড়ল!

এদিন এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল কে কড়া ভাষায় আক্রমণ করেছেন জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল তিনি বলেন, “অনুব্রতবাবুর মাথায় অক্সিজেন বেশি কম যাচ্ছে যে কারণে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলছেন। তা উনি বলেছেন, যে বুথে বিজেপি ভোট পেয়েছে, সেই বুথে উন্নয়ন বন্ধ করে দিতে। আমি বলছি, 2021 সালের মে মাসের পর কোনো তৃণমূল নেতাকে বাংলার কোনো জায়গায় উন্নয়ন করতে হবে না। মানুষের ভালো দেখতে হবে না। মানুষের জন্য তাদের কাজ করতে হবে না। 21 সালের মে মাস থেকে তাদের পাট বিদায় হবে। বিজেপি মানুষের উন্নয়ন করবে।” সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের মন্তব্য এবার বিরোধীদের কাছে যে বড়সড় তৃণমূল বিরোধিতার অস্ত্র হয়ে উঠতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। এখন গোটা ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!