এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ” আমি চাইলে BJP-কে পিঁপড়ের মতো দলেও দিতে পারি।” কেশিয়াড়ি থেকে বিজেপিকে হুঁসিয়ারী শুভেন্দুর

” আমি চাইলে BJP-কে পিঁপড়ের মতো দলেও দিতে পারি।” কেশিয়াড়ি থেকে বিজেপিকে হুঁসিয়ারী শুভেন্দুর


ফের কেশিয়াড়ির সভা থেকে বিজেপির বিরুদ্ধে হুংকার ছাড়লেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।”আমি যদি নেতাই থেকে লাশ কুড়োতে পারি, তাহলে আমি চাইলে BJP-কে পিঁপড়ের মতো দলেও দিতে পারি।আমরা না চাইলে, এখানে BJP-র একজন লোকও থাকতে পারত?” এই ভাষাতেই বিজেপিকে হুমকি দিলেন তৃণমূলের এই প্রভাবশালী নেতা।

এরপর রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নাম না করেই তাকে আক্রমণ করেন শুভেন্দু। বলেন,”কয়েকদিন ধরে খড়গপুরের বিধায়ক আমার নামে গালাগালি করছেন। আমার তাতে আপত্তি নেই। শুধু বলতে চাই, আমি আপনাদের সার্টিফিকেট চাই না।” পাশাপাশি আরো জানান, খড়গপুরের বিধায়ক যা বলছেন তা থেকে স্পষ্ট যে তাঁর কাছে ওই সংশ্লিষ্ট ব্যাপারে কোনো প্রামাণ্য তথ্যই নেই অথবা তিনি কেশিয়াড়ির মানুষের সঙ্গে কোনো যোগাযোগই রাখেন না। শুভেন্দু গর্জে উঠে আরো বলেন,”টাকার থলি দিয়ে শুভেন্দু অধিকারী পঞ্চায়েত সমিতির প্রার্থী কিনতে পাঠিয়েছিল। এর কোনও সত্যতা নেই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর পাশাপাশি তৃণমূলের উন্নয়নের প্রশংসা করে দাবী করেন,আসন্ন লোকসভা ভোটে মেদিনীপুর থেকে জয়ের সব রেকর্ড ভেঙে দেবে তৃণমূল। জোড়াফুলের জয় নিয়ে ভবিষ্যদ্বানী করে বলেন,প্রায় ৩০ হাজারেরও বেশি ভোট নিয়ে মেদিনীপুর লোকসভায় জয় হাসিল করবে তৃণমূল প্রার্থী। এরপর কেশিয়াড়ির তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। নিজস্ব মেজাজে বিরোধীশিবিরকে হুঁশিয়ারী দিয়ে বলেন,”আমার বাড়ি থেকে কেশিয়াড়ি এক ঘণ্টা দশ মিনিট, আর ভসরা এক ঘণ্টা কুড়ি মিনিটের পথ। আমি যদি নেতাই গ্রামে গিয়ে তিন ঘণ্টার পথ পেরিয়ে লাশ কুড়োতে পারি, চন্দ্রিতে ট্রাকের উপর দাঁড়িয়ে সভা করতে পারি, কালীপুজোর দিন চুনপাড়ায় উত্তম মাহাতর লাশ কুড়োতে পারি তাহলে কেশিয়াড়ি থেকে BJP-কে সমূলে উৎখাতও করতে পারব।”

প্রসঙ্গত,দিন কতক আগেই কেশিয়াড়িতে বনধ ডেকেছিল বিজেপি। সেই বনধের প্রেক্ষিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ জড়ায়। সেদিন শুভেন্দু অধকারীর নেতৃত্ব মিছিলে যোগ দিয়েছিল এলাকার তৃণমূল কর্মী এবং সমর্থকরা। এই তৃণমূলের মিছিলের উপর আচমকাই হামলা করে বিজেপি। ঘটনায় জখম হন ৪ জন তৃণমূল কর্মী।

এরপর তৃণমূল কর্মীদের উপর আক্রমণের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় তৃণমূল। এদিন এই হামলার প্রসঙ্গ তুলে ফের বিজেপিকে তুলোধনা করেন শুভেন্দু অধিকারী। এদিনের সভায় সেই হামলার ঘটনায় গুরুতর আহত দলীয় কর্মীদের ৫০ হাজার টাকা এবং অপেক্ষাকৃত কম আহতদের ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা দানের প্রতিশ্রুতি দেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!