এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপি ক্ষমতায় এলেই লক্ষ লক্ষ চাকরি? স্বাস্থ্য থেকে শিক্ষা – সর্বত্র উন্নয়নের প্রতিশ্রুতি?

বিজেপি ক্ষমতায় এলেই লক্ষ লক্ষ চাকরি? স্বাস্থ্য থেকে শিক্ষা – সর্বত্র উন্নয়নের প্রতিশ্রুতি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট আসলে নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতিতে চমকপ্রদ ঘোষণা করতে দেখা যায় সমস্ত রাজনৈতিক দলগুলোকে। সামনেই বিহার বিধানসভার নির্বাচন। আর তার আগে এখন নিজেদের চমকপ্রদ প্রতিশ্রুতি নিয়ে জনতার দরবারে আসতে শুরু করেছে শাসক থেকে বিরোধী সমস্ত রাজনৈতিক দল। ইতিমধ্যেই বিরোধীদলের পক্ষ থেকে ইস্তেহার করে সেখানে ব্যাপক কর্মসংস্থানের কথা ঘোষণা করা হয়েছে।

তবে বিজেপির পক্ষ থেকে কবে ইশতেহার প্রকাশ করা হয়, তার দিকে নজর ছিল সকলেরই। অবশেষে নিজেদের ইশতেহার প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। আর সেই ইশতেহারে বেশ কিছু চমকপ্রদ দিক উঠে আসতে দেখা গেছে। যেখানে লক্ষ লক্ষ কর্মসংস্থান থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতির কথা বলা হয়েছে।

সূত্রের খবর, বিজেপির পক্ষ থেকে সম্প্রতি একটি সংকল্পপত্র প্রকাশ করা হয়েছে। যেখানে সব থেকে বড় প্রতিশ্রুতি হিসেবে বলা হয়েছে যে, বিহারে যদি বিজেপি ক্ষমতায় ফেরে, তাহলে বিনামূল্যে সকলের জন্য করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করা হবে। এছাড়াও 19 লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় জনতা পার্টি। শুধু তাই নয়, তিন লক্ষ শিক্ষক নিয়োগ, বিহারকে আইটি হাব হিসেবে গড়ে তোলা, মহিলাদের আত্মনির্ভর করা সহ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের জন্য ব্যাপক অর্থ বরাদ্দের কথা বলেছে ভারতীয় জনতা পার্টি।

অর্থাৎ সমাজের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নতির কথা নিজেদের ইশতেহারে তুলে ধরেছে ভারতীয় জনতা পার্টি। স্বাভাবিকভাবেই বিজেপির ইশতেহার নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিহার রাজনীতিতে। অনেকে বলছেন, বিরোধীদের পক্ষ থেকে ইশতেহারে চমকপ্রদ ঘোষণা করা হয়েছিল, একথা সত্য। কিন্তু বিজেপি তাদের ইশতেহারে যে সমস্ত কথা বলেছে, তাতে বিরোধীদের ইস্তেহার অনেকটাই চাপের মুখে পড়ে গেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এবারে বিহারের বিধানসভা নির্বাচন অনেকটাই চাপের হতে চলেছে। বিরোধী দল হিসেবে আরজেডির লালুপ্রসাদ যাদব লড়াইয়ে নামতে না পারলেও তার পুত্র তেজস্বী যাদব সক্রিয় ময়দানে থেকে আওয়াজ তুলছে। যা অস্বস্তিতে ফেলেছে নীতীশ কুমার এবং ভারতীয় জনতা পার্টিকে। ইতিমধ্যেই তেজস্বী যাদব দলের প্রতিশ্রুতি হিসেবে ব্যাপক কর্মসংস্থানের কথা বলেছিল।

স্বাভাবিকভাবেই এই প্রতিশ্রুতিকে টেক্কা দেওয়ার মত ভারতীয় জনতা পার্টি বা নীতীশ কুমারের দলের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি ঘোষণা করা হয় কিনা, তার দিকে নজর ছিল সকলেরই। কিন্তু এবার বিজেপির পক্ষ থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া সহ ব্যাপক কর্মসংস্থান এবং স্বাস্থ্য-শিক্ষা ক্ষেত্রে বরাদ্দের কথা তুলে ধরায় বিরোধীরা অনেকটাই চাপে পড়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বিজেপির পক্ষ থেকে চমকপ্রদ ঘোষণা করলেও ভোটব্যাংকে তার কতটা প্রভাব পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!