এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বিজেপি ক্ষমতায় গেলে গোহত্যা বন্ধের প্রতিশ্রুতি বিজেপির রাজ্য সভাপতির

বিজেপি ক্ষমতায় গেলে গোহত্যা বন্ধের প্রতিশ্রুতি বিজেপির রাজ্য সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বিজেপি শাসিত বেশকিছু রাজ্যে গোহত্যা নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে নবদ্বীপে গোহত্যা নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল নবদ্বীপে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি, সেখান থেকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, বিজেপি ক্ষমতায় এলে মহাপ্রভু শ্রী চৈতন্যর জন্মস্থানে নিষিদ্ধ করা হবে গোহত্যা।

প্রসঙ্গত, গতকাল বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নবদ্বীপে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখান থেকে তিনি জানিয়েছেন যে, রাজ্যে পরিবর্তনের আঁচ বুঝতে পেরে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ক্ষমতায় এলে তাঁকে জেলে পাঠানো হবে। সেইসাথে তাঁর সঙ্গী কয়েকজন ইঞ্চি সাইজ, ফুট সাইজের নেতাকেও পাঠানো হবে জেলে। দিলীপ ঘোষ আরও জানালেন যে, বিজেপি ক্ষমতায় এলে হাসপাতালে চিকিৎসক থাকবেন, থানাতে সিভিক ভলেন্টিয়ার নয়, পুলিশ থাকবেন। মঠ, মন্দিরের উপর কেউ দখলদারি চালাতে পারবেনা। নবদ্বীপ থেকে কসাইখানা বন্ধ করে দেয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, কিছুদিন আগে শীতলকুচির গুলি কাণ্ড নিয়ে বিস্ফোরক বক্তব্য রেখেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ  জানিয়েছিলেন, শীতলকুচিতে যে দুষ্টু ছেলেরা গুলি খেয়েছে, তারা আর বাংলায় থাকবে না। যারা মনে করেছে, কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র লোক দেখানোর জন্য বন্দুক হাতে নিয়েছে, তারা বুঝতে পেরেছে, গুলির গরম কেমন। সমগ্র বাংলায় এমন করা হবে। কেউ যদি আইন নিজের হাতে তুলে নিতে আসে, তাহলে তাদের যোগ্য জবাব দেওয়া হবে।

তাঁর এই মন্তব্যের পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে নোটিশ দেয়া হয়েছিল। যে নোটিশের জবাব দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু তাঁর জবাবে সন্তুষ্ট হতে পারেনি নির্বাচন কমিশন। এর পরেই ২৪ ঘন্টার জন্য তাঁর নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। আবার, শীতলকুচি নিয়ে মন্তব্য করার কারণে বিজেপি নেতা সায়ন্তন বসুকেও কমিশন নোটিশ পাঠিয়েছে। শীতলকুচি কাণ্ড নিয়ে তাঁর করা মন্তব্যের জবাব চেয়েছে নির্বাচন কমিশন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!