এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি ক্ষমতায় মানেই বন্ধ হয়ে যাবে সরকারি সব মাদ্রাসা? আসামের পর আরেক রাজ্য নিয়ে শুরু জল্পনা

বিজেপি ক্ষমতায় মানেই বন্ধ হয়ে যাবে সরকারি সব মাদ্রাসা? আসামের পর আরেক রাজ্য নিয়ে শুরু জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে বিজেপির অভিযোগ বহুকালের। মাদ্রাসাগুলিতে অবৈজ্ঞানিক ও জিহাদি শিক্ষা দান করা হয় বলে অভিযোগ বহুকালের। বিজেপির অভিযোগ মাদ্রাসাগুলো হয়ে উঠেছে জঙ্গি-মৌলবাদি সৃষ্টির কারখানা। এই পরিস্থিতিতে গতকাল শনিবার প্রতিবেশী রাজ্য আসাম থেকে সরকারি মাদ্রাসাগুলিকে সাধারণ স্কুলে রূপান্তরের নির্দেশ দেওয়া হলো। এর পর মধ্যপ্রদেশের মন্ত্রী ঊষা ঠাকুর মাদ্রাসার সরকারি সাহায্যদান বন্ধ করে দিয়ে এগুলিকে সাধারণ স্কুলে রূপান্তরের ইচ্ছার কথা জানালেন। যা শুনেই আতঙ্কিত অনেকে। অনেকের প্রশ্ন, তাহলে পশ্চিমবঙ্গে যদি বিজেপি শাসন প্রতিষ্ঠিত হয়, তবে কি এ রাজ্য থেকে উঠে যাবে মাদ্রাসা?

গত শনিবার অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানালেন যে, অসমের সমস্ত সরকার পরিচালিত মাদ্রাসা গুলিকে বন্ধ করে দেয়া হবে। এ প্রসঙ্গে তিনি আরো জানান যে, মাদ্রাসা বোর্ড ভেঙে দেয়া হবে। সাধারণ স্কুল ও মাদ্রাসার মধ্যে সমান অনুদান চালু করা হবে। সমস্ত সরকারি মাদ্রাসা গুলিকে বন্ধ করে সেগুলিকে সাধারণ স্কুলে রূপান্তরিত করে দেওয়া হবে। বেসরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে না দিলেও, এগুলোকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করা হবে। সেইসঙ্গে সরকারি সংস্কৃত টোলগুলিও বন্ধ করে দেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, মধ্যপ্রদেশ সরকারও মাদ্রাসা বন্ধ করে দেবার ব্যাপারে চিন্তাভাবনা করছে। মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী ঊষা ঠাকুর সম্প্রতি মাদ্রাসা বিষয়ে বিরূপ মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, মাদ্রাসাগুলিতে তৈরি হয় জঙ্গি। তাই মাদ্রাসা গুলিকে সরকারি সহায়তা দান বন্ধ করে দেওয়া প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে, জম্মু-কাশ্মীরকে আতঙ্কবাদীর কারখানা বানিয়ে রেখেছে এই মাদ্রাসাগুলি। মধ্যপ্রদেশের মন্ত্রী ঊষা ঠাকুরের আরো অভিযোগ, মাদ্রাসাগুলি কখনোই জাতীয়তাবাদের পক্ষে চলতে পারে না। তাই সমাজের অগ্রগতিকে নিশ্চিত করতে হলে মাদ্রাসা গুলিকে দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রয়োজন আছে।

এরপর ইন্দোরের এক সাংবাদিক সম্মেলনে মধ্যপ্রদেশের মন্ত্রী ঊষা ঠাকুর জানিয়েছেন যে, দেশের নাগরিকরা সকলেই জানেন যে, সমস্ত মৌলবাদী ও সন্ত্রাসবাদীরা মাদ্রাসাতেই তাদের পড়াশুনা চালাচ্ছে। তার বক্তব্য, মাদ্রাসাগুলি শিশুদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটাতে যখন পারছে না, তাহলে তাদের মূল শিক্ষা ব্যবস্থার সঙ্গে কেন মিশিয়ে দেয়া হচ্ছে না। সাংবাদিকেরা তাঁকে যখন প্রশ্ন করেন যে, তিনি কি মাদ্রাসা গুলিকে বন্ধ করে দিতে চাইছেন? নাকি মাদ্রাসাগুলোকে সরকারি সাহায্য দেওয়া বন্ধ করে দিতে চান? এর উত্তরে তিনি জানিয়েছেন যে, তিনি মাদ্রাসা গুলিকে সরকারি সাহায্য বন্ধ করে দিতে চাইছেন।

এভাবে বিজেপি শাসিত অসম সরকারের পক্ষ থেকে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ঘোষণা, এরপর বিজেপি পরিচালিত মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রীর মাদ্রাসা সম্পর্কে বিরূপ মন্তব্যে অনেকে আশঙ্কা করছেন যে, আগামী দিনে এ রাজ্যে বিজেপি যদি ক্ষমতায় আসে। তবে এ রাজ্যেও কি বন্ধ হয়ে যাবে মাদ্রাসাগুলি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!