এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে একদফায় ভোট হবে, জানালেন বিজেপির রাজ্য সভাপতি

বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে একদফায় ভোট হবে, জানালেন বিজেপির রাজ্য সভাপতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম ও পন্ডিচেরিতে রয়েছে বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ বাদে বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক দফায় বা তিন দফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে ৮ দফায়। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, বিজেপি ক্ষমতায় এলে এক দফাতেই ভোট হবে রাজ্যে।

প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরাপদ রাখার বারবার আর্জি জানিয়েছে একাধিক বিরোধী দল নির্বাচন কমিশনের কাছে। রাজ্যপালও বারবার দাবি করেছেন, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের। আগামী বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ, নিরুপদ্রব রাখার কারণেই ৮ দফাতে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ৭ দফায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, রাজ্যের একাধিক নির্বাচনে সন্ত্রাস, ভোট লুট, বিরোধীদের হেনস্থা, বুথ দখল ইত্যাদি একাধিক অভিযোগ রয়েছে রাজ্যের বিরোধী শিবিরের। এই আবহে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, বিজেপি ক্ষমতায় এলে অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গেও ভোট হবে এক দফায়। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ফিরে আসবে।

আজ বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই বক্তব্য রাখার পর, এ প্রসঙ্গে তাঁকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, রাজ্য সরকার ভোটের নির্ঘণ্ট নির্ধারণ করে না। তাই, ক্ষমতায় এলে কিভাবে তা তিনি স্থির করবেন? প্রশ্ন করেছেন তিনি। বিজেপির রাজ্য সভাপতিকে কটাক্ষ করে তিনি জানালেন যে, তিনি স্বপ্নে আছেন, স্বপ্নেই থাকুন, এতে তাঁদের কোন অসুবিধা নেই।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!