এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির কলকাতা পৌরসভা অভিযানে ধুন্ধুমার, হেভিওয়েট বিধায়ককে গ্রেফতার, মারধরের অভিযোগ, ব্যাপক চাপে প্রশাসন!

বিজেপির কলকাতা পৌরসভা অভিযানে ধুন্ধুমার, হেভিওয়েট বিধায়ককে গ্রেফতার, মারধরের অভিযোগ, ব্যাপক চাপে প্রশাসন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   যেমনটা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তেমনটাই হল। বিজেপির পক্ষ থেকে সোমবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদ করে কলকাতা পৌরসভা অভিযানকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল মহানগরীতে। পুলিশের পক্ষ থেকে আগেভাগেই এই বিক্ষোভ মিছিলের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু তা সত্ত্বেও বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, তারা তাদের কর্মসূচি থেকে এক পা-ও পিছিয়ে আসবে না। সেই মত করেই সোমবার বিজেপির পক্ষ থেকে শুরু হয়েছিল কলকাতা পৌরসভা অভিযান কর্মসূচি। যার জেরে বিভিন্ন দিক দিয়ে মিছিল আসতে শুরু করে। কিন্তু প্রথমেই সেন্ট্রাল অ্যাভিনিউয়ে সেই মিছিলে আটকে দেয় পুলিশ। এরপর পুলিশের সঙ্গে বিজেপি নেতা কর্মীদের বচসা বাঁধে এবং পরবর্তীতে তা হাতাহাতির রুপ নেয়।

সূত্রের খবর, এদিন মিছিল শুরু হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়, যাতে সেই মিছিল আটকানো যায়। অবশেষে নির্দিষ্ট জায়গায় সেই মিছিল পৌছতেই পুলিশের পক্ষ থেকে তাকে আটকে দেওয়া হয়। আটক করা হয় বিজেপি নেতা-কর্মীদের। গ্রেপ্তার করা হয় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং হেভিওয়েট নেতা সায়ন্তন বসুকে। এদিকে পুলিশের বিরুদ্ধে মারধর করার অভিযোগ তোলেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। যেখানে তার বুকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অর্থাৎ বিজেপি প্রতিবাদে নামার সাথে সাথেই উত্তেজনা তৈরি হওয়ার যে আশঙ্কা করা হয়েছিল, তাতেই কার্যত সীলমোহর পড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, বিধানসভার ভেতরে এবং বাইরে বিজেপির পক্ষ থেকে যে প্রতি সময় তৃণমূলকে চাপে ফেলে দেওয়া হবে, তা ফলাফল বেরোনোর পরেই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল। অতীতের বিরোধী দল বাম এবং কংগ্রেসের থেকে বিজেপি যে অনেক বেশি শক্তিশালী এবং তারা যে প্রতি সময়ে সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে, তা কার্যত বুঝিয়ে দিয়েছিলেন দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারীরা।

আর সেই মতো করেই ভুয়ো ভ্যাকসিনের ঘটনার প্রতিবাদে কলকাতা পৌরসভার অভিযানের পুলিশি বাধা থাকা সত্বেও, বিজেপির পক্ষ থেকে মিছিল করা হলে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। পুলিশের বিরুদ্ধে মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চাপের মুখে ফেলে দিলেন বিজেপি বিধায়ক থেকে শুরু করে নেতা কর্মীরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!