এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বিজেপি করার ‘অপরাধে’ গুলিবিদ্ধ হতে হল প্রভাবশালী নেতাই ভাইপোকে! তীব্র শোরগোল রাজ্য-রাজনীতিতে

বিজেপি করার ‘অপরাধে’ গুলিবিদ্ধ হতে হল প্রভাবশালী নেতাই ভাইপোকে! তীব্র শোরগোল রাজ্য-রাজনীতিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের পদধ্বনি যতই স্পষ্ট হচ্ছে ততোই বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে বাড়ছে পরস্পর বিভেদ, হানাহানি, সংঘর্ষ এর মতো ঘটনা। এই পরিস্থিতিতে রাজ্যের শাসকদল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। সংবাদপত্রের পাতায় প্রতিদিন এরকম সংঘর্ষের খবর চোখে পড়ছে।

সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের নওয়াপাড়াতে রাতের অন্ধকারে গুলি করা হলো এক যুবককে। অপরাধ তিনি বিজেপি করেন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এমনই নজিরবিহীন অভিযোগ উঠে এলো।স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াপাড়ার বাসিন্দা আশুতোষ সিং এর কাকা হলেন নোয়াপাড়া বিজেপির জনৈক বুথ সভাপতি। কাকার হাত ধরেই আশুতোষ সিং বিজেপিতে যোগদান করেছিলেন। বর্তমানে তিনি নোয়াপাড়া এলাকার একজন সক্রিয় বিজেপি কর্মী রূপে বিশেষভাবে পরিচিত হয়েছেন।

তাঁর পরিবারের সদস্যরা শাসকদলের প্রতি অভিযোগ অভিযোগ করে জানিয়েছেন যে, শাসক দল তৃণমূল থেকে তাকে বারবার বিজেপি দল ছেড়ে দেবার জন্য হুমকি দেয়া হয়েছিল। হুমকি দিয়েও তাঁকে টলাতে না পেরে শেষপর্যন্ত তাঁর প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয় শাসকদল। কিন্তু এতো করেও তাকে ভয় দেখানো যায় নি। পূর্বের মতোই তিনি সক্রিয়ভাবে বিজেপি দলের হয়ে কাজ করে চলছিলেন। এরপর তৃণমূলের আক্রোশে তাঁর ওপর হামলা চালায় বলে তার পরিবারের সদস্যদের অভিযোগ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতের দিকে ২৪ পরগনা জেলার নোয়াপাড়া থানার ইচ্ছাপুরের অরবিন্দ পল্লীতে কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডায় বসেছিলেন আশুতোষ সিং। এই সময় পাঁচটি বাইকে করে কুড়ি পঁচিশ জন দুষ্কৃতী অকস্মাৎ সে স্থলে এসে পৌঁছায়। প্রথমে তাকে ঘিরে ফেলে দুষ্কৃতীরা, তারপরে তাকে ধরে তাকে প্রচণ্ড মারধর করে। লোহার, সবল দিয়ে তার উপরে আক্রমণ চালায়। শেষে তাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত চালায়।

বারবার আঘাতে তাঁর মাথা ফেটে যায়। তার পেট লক্ষ্য করে চালানো গুলি তার পেট ছুঁয়ে বেরিয়ে যায়। গুলির শব্দে স্থানীয় মানুষ জড়ো হলে দুষ্কৃতীরা স্থান ত্যাগ করে পলায়ন করে। শেষপর্যন্ত, স্থানীয় মানুষের প্রচেষ্টায় রক্তাক্ত অবস্থাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্যারাকপুরে বিএন বসু হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন আছেন। শরীরের নানা স্থানে গভীর ক্ষত থাকলেও তিনি বিপদমুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আশুতোষ সিং এর উপরে এই প্রাণঘাতী হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনা প্রসঙ্গে নোয়াপাড়া শহর ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল মজুমদার জানিয়েছেন, ” বিজেপিই দুষ্কৃতীরা মদত দেয়। তারাই চতুর্দিকে এমন নানা কাণ্ড করে চলেছে। আদতে এটা গোষ্ঠীদ্বন্দ্ব। তবে তৃণমূলকে কালিমালিপ্ত করতে আমাদের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে।”

অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে, নোয়াপাড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত আছে সে সমস্ত ব্যাপারে চলছে গুরুত্বপূর্ণ তদন্ত। সেইসঙ্গে অভিযুক্তদের খোঁজে পুলিশ অভিযান শুরু করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!