এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপি করার ‘অপরাধে’ হতে হয়েছে শহীদ! এবার তাঁদের পারিবারিক সদস্যকে বিধায়ক করবে গেরুয়া শিবির?

বিজেপি করার ‘অপরাধে’ হতে হয়েছে শহীদ! এবার তাঁদের পারিবারিক সদস্যকে বিধায়ক করবে গেরুয়া শিবির?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত পঞ্চায়েত থেকে লোকসভা ভোট পর্যন্ত রাজ্যের রাজনৈতিক সংঘর্ষে প্রচুর বিজেপি কর্মী শহীদ হয়েছেন। আর তাই সেই সমস্ত শহীদ পরিবারের প্রতি নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করতে এবার সেই শহীদ পরিবারের সদস্যকে বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়ার প্রাথমিক প্রস্তাব জমা পড়ল বিজেপির অন্দরে। একাংশ বলছেন, এর মধ্য দিয়ে বিজেপি এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করল।

একদিকে যেমন সেই সমস্ত শহীদ পরিবারের থেকে প্রার্থী করার উদ্যোগ নিয়ে তারা তাদের আবেগকে মান্যতা দেওয়ার চেষ্টা করল, ঠিক তেমনই তৃণমূলের রাজত্বে তাদের দলের প্রচুর কর্মী প্রাণ হারিয়েছেন, একথাও তুলে ধরার চেষ্টা করবে ভারতীয় জনতা পার্টি বলে দাবি একাংশের। প্রসঙ্গত উল্লেখ্য, 2019 সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির দ্বিতীয়বারের শপথগ্রহণ অনুষ্ঠানে এই বাংলার শহীদ পরিবারের সদস্যদের বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

এছাড়াও মহালয়ার দিন কলকাতায় বিজেপির শহীদ পরিবারের সঙ্গে গঙ্গায় তর্পনে উপস্থিত হয়েছিলেন অমিত শাহ থেকে শুরু করে বিজেপির জেপি নাড্ডা। আর স্বভাবিকভাবেই শহীদ পরিবারকে সম্মান জানাতে বিজেপির পক্ষ থেকে বারবার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর সেই শহীদ পরিবার থেকেই আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বেশ কিছু আসনে প্রার্থী দেওয়ার জন্য বিজেপির কাছে প্রস্তাব জামা পড়তে শুরু করল।

এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “এই ধরনের প্রস্তাব দলে রয়েছে। আমরা চাই তৃণমূলের খুনের রাজনীতির বলি হওয়া পরিবারের সদস্যদের সামনে আনতে। যাতে রাজ্যের মানুষ শাসকদলের এই রূপ আরও ভালো করে জানতে পারে। ত্রিলোচন মাহাতোর মত বহু শহীদ পরিবারের সদস্যরা বিজেপির এই পরিকল্পনায় রয়েছেন। তবে কতজন বিধানসভায় টিকিট পাবেন, সেটা এখনও চূড়ান্ত নয়। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন সাপেক্ষ। পঞ্চায়েত ভোট থেকে এখনও পর্যন্ত 130 জন বিজেপি কর্মী খুন হয়েছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, এই শহীদ পরিবারের সদস্যদের যদি বিজেপি যদি প্রার্থী করতে পারে বিজেপি, তাহলে তা একপ্রকার মাস্টারস্ট্রোক হবে। কেননা বিগত বাম আমলে তৃনমূলের হয়ে লড়াই করতে গিয়ে অনেকে শহীদ হলেও তাদের প্রতি তৃনমূল নজর দেয়নি বলে বারবার অভিযোগ উঠেছে। সেদিক থেকে বিজেপি যদি এই সমস্ত শহীদ পরিবার থেকে প্রার্থী করার সুযোগ করে দেয়, তাহলে গেরুয়া শিবিরের গ্রহনযোগ্যতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি এই সমস্ত শহীদ পরিবারের সদস্যরা যদি প্রার্থী হয়, তাহলে তারা মানুষের আবেগকে অনেকটাই আদায় করতে সক্ষম হবে। যার ফলে অনেক আসনেই তৃনমূল কংগ্রেস চাপে পড়বে বলেই মত রাজনৈতিক মহলের।

পর্যবেক্ষকদের মতে, বিজেপির টার্গেট বাংলা দখল। সেদিক থেকে বিভিন্ন জায়গায় বিজেপির প্রার্থী হওয়া নিয়ে ইতিমধ্যেই সোরগোল তৈরি হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, যদি এই প্রার্থী নিয়ে সমস্যা তৈরি হয়, তাহলে গোষ্ঠী কোন্দলে বিপর্যস্ত হতে হতে পারে ভারতীয় জনতা পার্টি। সেদিক থেকে সমস্যার সমাধান করতে এবং জয় পেতে শহীদ পরিবারের সদস্যদের সামনে আনার পরিকল্পনা গ্রহণ করেছে গেরুয়া বাহিনী। এখন কোন কোন শহীদ পরিবার থেকে প্রার্থী হয় এবং কোন বিধানসভা কেন্দ্রে তাদের প্রার্থী করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!