বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, বোমাবাজি! কাঠগড়ায় তৃণমূল, উত্তপ্ত মেদিনীপুর! বিজেপি মেদিনীপুর রাজনীতি রাজ্য March 31, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের আগে ক্রমশ উত্তপ্ত হতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন এলাকা। প্রথম দফার নির্বাচনের পর ধীরে ধীরে দ্বিতীয় দফার নির্বাচনের দিকে এগোচ্ছে রাজ্য। রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন। আর তার আগে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের সবং এলাকা। যেখানে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর এবং বোমাবাজির অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানা যায়, মঙ্গলবার রাত থেকেই সবংয়ের কোপ্তিপুর এবং খরিকা গ্রামে তৃণমূলের পক্ষ থেকে সন্ত্রাস চালানো হয়েছে। যেখানে বিজেপির পক্ষ থেকে প্রধান অভিযোগ তোলা হয়েছে, এখানকার তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার অনুগামীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি বোমাবাজি করা হয়েছে বলেও অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টি। যে ঘটনায় জখম হয়েছেন এক বিজেপি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিন এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী অমূল্য মাইতি বলেন, “মঙ্গলবার রাত থেকেই মানস ভুঁইয়ার অনুগামীরা সন্ত্রাস চালাচ্ছেন। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নির্বাচন কমিশনে এই ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে।” যদিও বিজেপির তোলা সেই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের পাল্টা দাবি, বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকবার চেষ্টা করছে। ভোটের সময় তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তবে যে যাই বলুন না কেন, নির্বাচনের মধ্যে এই ধরনের সন্ত্রাস যে সত্যিই কাম্য নয়, তা মেনে নিচ্ছেন সকলে। কমিশনের পক্ষ থেকে এবারের নির্বাচন শান্তিপূর্ণ করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু তার পরেও দ্বিতীয় দফার নির্বাচনের আগে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর এবং বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -