এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “বিজেপি কর্মীদের যারা খুন করেছে, ক্ষমতায় এলে জেলে ঢোকাবো” এগড়ার সভায় বিস্ফোরক অমিত শাহ!

“বিজেপি কর্মীদের যারা খুন করেছে, ক্ষমতায় এলে জেলে ঢোকাবো” এগড়ার সভায় বিস্ফোরক অমিত শাহ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিজেপির পক্ষ থেকে সব সময় অভিযোগ করা হয়, শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের পক্ষ থেকে তাদের সমস্ত কর্মসূচিতে বাধা দেওয়া হয়। শুধু তাই নয়, মিথ্যা মামলা দিয়ে বিজেপিকে আটকানো হচ্ছে বলেও অভিযোগ করেন গেরুয়া শিবিরের নেতা নেত্রীরা। সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই সেই নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রক্রিয়া তুঙ্গে উঠেছে।

বাংলা দখল করবার জন্য রীতিমত ঝাঁপিয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এবার রবিবাসরীয় দুপুরে মেদিনীপুরের এগরাতে সভা করতে এসে তৃণমূলের বিরুদ্ধে রীতিমত হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে বিজেপি নেতা কর্মীদের যারা খুন করেছেন, ক্ষমতায় এলে তাদের জেলে ঢোকানো হবে বলে দাবি করতে দেখা গেল তাকে।

সূত্রের খবর, আজ মেদিনীপুরের এগরাতে বক্তব্য রাখতে উঠে তৃণমূলের বিরুদ্ধে সরব হন বিজেপির সর্বভারতীয় নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতদিন রাজ্য স্তরের নেতাদের কাছ থেকে তিনি নানা সময় খবর পেয়েছেন, তৃণমূলের পক্ষ থেকে বিজেপি নেতা কর্মীদের ওপর আক্রমণ এসেছে। আর এদিনের সভা থেকে সেই কথা তুলে ধরেই ঘাসফুল শিবিরের নেতাকর্মীদের উদ্দেশ্যে কার্যত হুংকার ছাড়লেন বিজেপির সর্বভারতীয় চাণক্য।

অমিত শাহ বলেন, “বিজেপি কর্মীদের যারা খুন করেছে, ক্ষমতায় এলে পাতাল থেকে তাদের খুঁজে বার করব। খুনিদের জেলে ঢোকাবো। তৃণমূলের গুন্ডারা শিক্ষা পাবে।” স্বাভাবিক ভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে এবার রীতিমত চর্চা শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। অনেকে বলতে শুরু করেছেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে সায়ন্তন বসুর মত নেতারা ক্ষমতায় আসলে প্রতিহিংসাপরায়ণ আচরণ করার হুঁশিয়ারি এখন থেকেই দিতে শুরু করেন। যা নিয়ে কটাক্ষ করে বিরোধীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার ক্ষমতায় আসার পর যেভাবে তৃণমূলের একাংশকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের হাতে নতুন অস্ত্র পেয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পর্যবেক্ষকদের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলে সুশাসনের আশ্বাস দেয়ার চেষ্টা করলেন। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন, বিজেপির যে সমস্ত নেতাকর্মীরা এতদিন হামলার শিকার হয়েছেন, তারা সুবিচার পাবেন।

তাই বিজেপি সরকার ক্ষমতায় আসলে তৃণমূলের পক্ষ থেকে যারা হামলা করেছে, তাদের কাউকে ছাড়া হবে না বলে প্রকাশ্য সভায় জানিয়ে দিলেন অমিত শাহ। তবে অমিত শাহ এই ধরনের কথা বলার সাথে সাথেই যে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া আসবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

এক্ষেত্রে তৃণমূলের নেতা নেত্রীরা দাবি করতে পারেন, ক্ষমতায় আসার আগেই যদি এইরকম প্রতিহিংসাপরায়ণ আচরণ করার ইঙ্গিত দেন বিজেপির সর্বভারতীয় নেতা, তাহলে ক্ষমতায় আসলে তারা কি করবে, তা বোঝাই যাচ্ছে। স্বাভাবিক ভাবেই শাসক-বিরোধী তরজা এর ফলে বঙ্গ রাজনীতিতে আরও চরম আকার ধারণ করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!