এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বিজেপি কর্মীদের ওপর হামলা, উত্তপ্ত কামারহাটি!

বিজেপি কর্মীদের ওপর হামলা, উত্তপ্ত কামারহাটি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমশ ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছে‌। একের পর এক কেন্দ্রে নির্বাচনের আগেই শাসক-বিরোধী সংঘর্ষ তৈরি করতে দেখা যাচ্ছে। আর এবার উত্তর 24 পরগনার বেলঘড়িয়ার বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। যেখানে মূল অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে।

জানা গেছে, কামারহাটি পৌরসভার 26 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। এদিন সেই খবর পেয়ে সেখানে গিয়েছিলেন বিজেপির বেশ কিছু কর্মী। আর তখনই তৃণমূলের পক্ষ থেকে বিজেপি কর্মীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ।

বলা বাহুল্য, ভোটের মরসুমে এমনিতেই উত্তেজনা বাড়তে শুরু করে। বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ-পাল্টা অভিযোগকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে এলাকা। আর এবার এবার হেভিওয়েট কেন্দ্র হিসেবে পরিচিত কামারহাটিতে বিজেপির পোস্টার ছেড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগ তোলা হলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে ঘাসফুল শিবির। এদিন বিজেপির তোলা অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন কামারহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হতে দেখা যাচ্ছে কামারহাটি। ইতিমধ্যেই দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রথম দফার থেকে দ্বিতীয় দফায় কিছুটা হলেও অশান্তি বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আর এই পরিস্থিতিতে সামনের দিনে যে সমস্ত কেন্দ্রে নির্বাচন রয়েছে, সেখানে এখন থেকেই উত্তেজনা বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগকে কেন্দ্র করে এখন রীতিমত উত্তপ্ত কামারহাটি। তবে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!