এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি কর্মীর উপর হামলা, পাল্টা বেধড়ক মার খেলেন ৩ তৃণমূল নেতা? পরিস্থিতি সামলাতে আসরে পুলিশ

বিজেপি কর্মীর উপর হামলা, পাল্টা বেধড়ক মার খেলেন ৩ তৃণমূল নেতা? পরিস্থিতি সামলাতে আসরে পুলিশ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তীব্র হচ্ছে রাজনৈতিক সংঘর্ষ, মারামারি, খুনোখুনি,বোমবাজি, যা বাড়ছে প্রতিনিয়ত। প্রসঙ্গত, কোচবিহার জেলার দিনহাটাতে বারবার সংঘর্ষ বেঁধেছে শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপির। গত সোমবার দুদলের সংঘর্ষে আবার উত্তপ্ত হল দিনহাটার দুটি এলাকা।

স্থানীয় সূত্রের খবর, গত সোমবার সন্ধ্যাবেলায় দিনহাটা ১ ব্লকের ভেটাগুড়িতে দলের মিছিল শেষ করে বাড়ি ফেরার সময় বিজেপি কর্মী বিপুল মজুমদারকে ব্যাপক মারধর ও হেনস্থা করা হয়। রাস্তায় ফেলে দিয়ে তাঁকে প্রচন্ডরকম মারধর করা হয়। আহত হয়ে বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় বিজেপি অভিযুক্ত করেছে তৃণমূলকে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতি অনেকদিন ধরেই ভয় দেখাচ্ছিলো বিজেপি কর্মী বিপুল মজুমদারকে। এবার সরাসরি তার উপর হামলা করেছে। এই ঘটনায় পুলিশ দুজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে।

এদিকে, গত সোমবার রাতেই দিনহাটা ২ ব্লকের চৌধুরীহাটে আবার দেখা গেল দু’দলের সংঘর্ষ। অভিযোগ উঠেছে, দিনহাটা ২ ব্লকের চৌধুরী হাটে কোচবিহার জেলা যুব মোর্চার বিজেপি সম্পাদক রাজা দে সরকারকে বেশকিছু তৃণমূল কর্মী প্রচন্ডভাবে মারধর করেছে। গত সোমবার এভাবে দিনহাটার দুটি স্থানে উত্তেজনা তীব্র বাধায়, এই দুটি স্থানে গতকাল দিনভর পুলিশ পাহারা চলে। তবে, তৃণমূল বিজেপির দিক থেকে ওঠা অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল অভিযোগ করেছে যে, সেদিন ভেটাগুড়িতে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বৈঠক শেষ করে ফেরার সময় বিজেপির কর্মীরা তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায়। বিজেপি কর্মীদের অকস্মাৎ হামলায় তৃণমূলের কার্যকরী বুথ সভাপতি ও তিন জন তৃণমূল কর্মী আহত হয়েছেন। আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তবে প্রাথমিক চিকিৎসার পর সকলকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। সেদিনের ঘটনায় আহত হয়েছেন তৃণমূল কর্মী তাপস বর্মন, আজিদুল মিঁয়া, ভবা বিশ্বাস। সেদিনের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল দিনহাটা থানার বিরাট পুলিশ বাহিনী। পুলিশের চেষ্টায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। তবে, তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

গত সোমবারের সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে বিজেপির মন্ডল সভাপতি মলয় মন্ডল জানালেন যে, আগামী বিধানসভা ভোট যতই সামনে এগিয়ে আসছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তত বেশি করে হামলা চালাচ্ছে বিজেপি কর্মীদের ওপর। গত সোমবার সন্ধ্যায় দলীয় মিছিল করে তাঁরা যখন বাড়ি ফিরেছিলেন, তখন বিজেপি কর্মীদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়।

তবে, এ প্রসঙ্গে ভেটাগুড়ি ২ অঞ্চলের তৃণমূল যুব সভাপতি আতিয়ার হোসেন জানান যে, সেদিন তাঁরা দলের বুথ সভাপতির বাড়িতে ১০০ দিনের কাজ নিয়ে একটি বৈঠক করতে গিয়েছিলেন। বৈঠক শেষ করে তৃণমূল কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন, সেসময় অকস্মাৎ হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তিনি অভিযোগ করেছেন যে, তৃণমূল কর্মীদের উপর ধারালো অস্ত্র নিয়ে তীব্র হামলা চালিয়েছে বিজেপি। এভাবেই গত সোমবার শাসক ও বিরোধী দলের সংঘর্ষে উত্তপ্ত হল কোচবিহার জেলার দিনহাটা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!