এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি কর্মীদের ওপর হঠাৎ আক্রমণ ও মহিলা নিগ্রহের অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি কর্মীদের ওপর হঠাৎ আক্রমণ ও মহিলা নিগ্রহের অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ রাখা নির্বাচন কমিশনের কাছে একটি বিরাট চ্যালেঞ্জ। প্রথম দফার নির্বাচনে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও, নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণই ছিল, বলা চলে। আগামীকাল রয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচনের পূর্বে বেশ কিছু স্থানে বিজেপি কর্মী, সমর্থকদের উপরে হামলার ঘটনা ঘটেছে। যে ঘটনায় বিজেপি অভিযুক্ত করেছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। তবে, বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

গতকাল, দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় জনসভা করেছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল গোসাবার বিপ্রদাসপুরে জনসভা করেছিলেন তিনি। অভিযোগ উঠেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরেই বিজেপি কর্মী, সমর্থকদের ওপর হামলা চালায় রাজ্যের শাসক দল তৃণমূল। ঘটনায় আহত হন বিজেপির জনৈক কর্মী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিযোগ উঠেছে, গতকাল রাতে বিজেপি কর্মীরা যখন ভোটের প্রচার শেষ করে বাড়ি ফিরে আসছিলেন, সে সময়ে হঠাৎ তৃণমূল কর্মীরা তাদের উপর চড়াও হয়। বিজেপি কর্মীদের প্রচন্ড মারধর করা হয়। এমনকি বিজেপির মহিলা কর্মীদেরও রেহাই মেলেনি মারধর থেকে। প্রচন্ড মারধরের কারণে গুরুতর আহত হন বিজেপি কর্মী দুলাল চন্দ্র খাঁ।

আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য গোসাবা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু আঘাত অত্যাধিক থাকার কারণে, পরবর্তীতে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এখনও তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনায় বিজেপি সম্পূর্ণভাবে অভিযুক্ত করেছে তৃণমূলকে। তবে, তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়।

অন্যদিকে, গতকাল বিজেপির তারকা প্রার্থী অশোক দিন্দার ওপর প্রবল হামলা চালানো হলো। গতকাল ময়না বাজার এলাকা দিয়ে গাড়ি করে যাওয়ার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। যে ঘটনায় তিনি ও তাঁর গাড়ির চালক আহত হয়েছেন। স্থানীয় মানুষেরাই তাদের উদ্ধার করেন। এরপর পিঠে এক্সরে করিয়েছেন বিজেপি প্রার্থী অশোক দিন্দা। এ ঘটনায় বিজেপি অভিযুক্ত করেছে তৃণমূলকে। তবে, বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!