এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি কর্মীর বাড়িতে হঠাৎ উপস্থিত হয়ে স্ত্রীকে প্রচণ্ড মারধোরের বিস্ফোরক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি কর্মীর বাড়িতে হঠাৎ উপস্থিত হয়ে স্ত্রীকে প্রচণ্ড মারধোরের বিস্ফোরক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ভোট-পরবর্তী অশান্তির অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন স্থানে। যদিও তৃণমূলের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে, রাজ্যে কোনো অশান্তির পরিবেশ নেই, সমস্ত কিছু নিয়ন্ত্রণে রয়েছে। তবে, বিজেপির অভিযোগ, বেছে বেছে বিজেপি কর্মীদের মারধর ও হেনস্থা, বাড়িঘর, দোকানপাট ভাঙচুর চলছে। প্রাণ বাঁচাতে অনেকেই ঘরছাড়া হয়েছেন। এমনকি মহিলা কর্মীরাও হেনস্থার হাত থেকে রেহাই পাচ্ছেন না। এই পরিস্থিতিতে কোচবিহার জেলাতে এক বিজেপি কর্মীর স্ত্রীকে প্রচন্ড মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তবে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, এটি সম্পূর্ণ সাজানো ঘটনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে যে, কোচবিহার জেলার তুফানগঞ্জ এর চিলাখানা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হলেন অমিত তালুকদার, যিনি একজন বিজেপি কর্মী। বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূলের সন্ত্রাসের কারণে তিনি অন্যত্র চলে গিয়েছিলেন। তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী তাঁর চাষের জমি দখল করে নিয়েছে, এমনই অভিযোগ করেছেন তিনি। গত শুক্রবার তাঁর স্ত্রী গৌরী ঘোষ তালুকদার তাদের এই জমির ছবি তুলতে গিয়েছিলেন। সে রাতেই তাঁর বাড়িতে উপস্থিত হয় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতি। অভিযোগ উঠেছে, তাঁর বাড়িতে প্রবল আক্রমণ চলে। সেসময় বাড়িতে ছিলেন না অমিত তালুকদার। দুষ্কৃতীরা তাঁর স্ত্রীকে পেয়ে তাঁকে প্রচণ্ড মারধর করেছে।

দুষ্কৃতীদের ব্যাপক মাধ্যমে গুরুতর আহত হয়েছেন গৌরী ঘোষ তালুকদার। চিকিৎসার জন্য তাঁকে তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সরাসরি তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন বিজেপি কর্মী অমিত তালুকদার। তবে, তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এ প্রসঙ্গে কোচবিহার তৃণমূলের সাধারণ জেলা সম্পাদক রাহুল রায় দাবি করেছেন যে, এই অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন। ব্যক্তিগত বা পারিপার্শিক কোন ঘটনার সঙ্গে তৃণমূলের নাম জড়িয়ে দেওয়া এখন বিজেপির রীতি হয়ে দাঁড়িয়েছে। এগুলি সম্পূর্ণ সাজানো ঘটনা। সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখবে প্রশাসন। এভাবেই বিজেপি কর্মীর অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!