এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের চাপ বাড়িয়ে কলকাতায় পা দিয়েই মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন অমিত শাহ!

তৃণমূলের চাপ বাড়িয়ে কলকাতায় পা দিয়েই মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন অমিত শাহ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা ভোট নিয়ে বেশ উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। বাংলায় কোন শাসকদল শাসন কায়েম করবে তাই নিয়ে ইতিমধ্যেই তৃণমূল এবং বিজিপির মধ্যে বিরোধ দেখা যাচ্ছে অনেকক্ষেত্রেই। আর এমনই পরিস্থিতিতে বাংলায় আগমন ঘটল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

আর এর মধ্যেই বাংলায় এসে বুধবার রাতেই তিনি দেখা করেছেন বঙ্গের মৃত এক বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে। যা নিয়ে আপাতত চুপ থাকতে দেখা গেছে বিরোধীদের। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বাংলার সফরে অমিত শাহ আজ সকালে রওনা দেবেন বাঁকুড়ার উদ্দেশ্যে। জানা গেছে সকাল দশটায় সেখানে যাওয়ার উদ্দেশ্যে হেলিকপ্টারে চড়বেন তিনি।

সেইসঙ্গে আজকের দুপুরের মধ্যাহ্নভোজ আদিবাসী পরিবারের ঘরেই সারবেন বলে জানা গেছে। তবে এরপর রবীন্দ্রভবনে রাঢ়বঙ্গের সাংগঠনিক জেলাগুলির বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বলেও জানা যায়। বস্তুত, আজ আর কাল মিলিয়ে অমিত শাহের একাধিক কর্মসূচি রয়েছে বঙ্গে।

বাঁকুড়া থেকে ফিরে বৈঠক করা ছাড়াও আগামীকাল দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে অমিত শাহের। সেখান থেকে যাবেন পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে। সেখানে তাঁর সঙ্গে আলাপচারিতার পরে তাঁর যাওয়ার কথা রয়েছে বিধাননগরের ইউজেডসিসিতে। এরপর কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে দলীয়নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই সঙ্গে বিকেলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। এরপর রাতেই তিনি কলকাতা ছাড়বেন বলে জানিয়েছিলেন তিনি। বস্তুত গতকাল, দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, অনুপম হাজরা-সহ একাধিক বিজেপি নেতা।

পূর্বসূচি অনুযায়ী গতকাল রাত ৯. ০৫ নাগাদ বিমানবন্দরে নামেন তিনি। পুষ্পবৃষ্টি ও ঢাকঢোল বাজিয়ে তাঁকে বরণ করা হয়। এরপরই মৃত বিজেপি কর্মী মদন ঘড়ুইয়ের পরিবারের সঙ্গে কথা বলতে যান তিনি। জানা গেছে, সেখানে নাকি মৃতের পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে হেনস্তা ও লাগাতার হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

যা শুনে তাঁদের পাশে থাকার আশ্বাস দিতে দেখা গেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। জানা গিয়েছে, এদিন মদন ঘড়ুইয়ের ছেলে, বউ ও ভাই শঙ্কুদেব পণ্ডার সঙ্গে বিমানবন্দরে হাজির ছিলেন। জানা গেছে, সাক্ষাতে তাঁদের বিধাননগর পুলিশ বাধা দেয়।

পরে অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রকে কথা বললে তাঁদের শাহ’র সঙ্গে দেখা করানোর অনুমতি দেওয়া হয়। শঙ্কুদেব পণ্ডার দাবি, অমিত শাহই মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করবেন বলেছিলেন। সেইসঙ্গে বৃহস্পতিবারও ময়নাতদন্ত না হলে তাঁকে তা জানানোর নির্দেশও দিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!