এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ” বিজেপি কর্মীরা পাগল হয়নি যে তৃণমূলে যোগ দেবে। ” অরূপ রায়ের দাবির জবাব দিলীপ ঘোষের

” বিজেপি কর্মীরা পাগল হয়নি যে তৃণমূলে যোগ দেবে। ” অরূপ রায়ের দাবির জবাব দিলীপ ঘোষের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে হাওড়ার ডুমুরজলা ময়দানে সভা করেছিল বিজেপি। যেখানে পূর্বদল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছিলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এবার সেখানেই পাল্টা সভার প্রস্তুতি নিয়েছে তৃণমূল। এই সভায় ৭ হাজার কর্মী- সমর্থক বিজেপি ও অন্যান্য বিরোধী দল থেকে তৃণমূলে যোগদান করবেন বলে, দাবি করেছিলেন মন্ত্রী অরূপ রায়। আজ এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, গতকাল এক ঝাঁক টেলি তারকা যোগদান করেছেন তৃণমূলে। আবার, অভিনেতা দীপঙ্কর দে, ভরত কল প্রমুখরাও যোগদান করেছেন তৃণমূলে। এককথায় টালিউডের বহু ব্যক্তিত্ব যোগদান করেছেন শাসকদলে। এই আবহে অরূপ রায়ের দাবি, ডুমুরজলায় তৃণমূলের সভায় ৭ হাজার কর্মী সমর্থক বিজেপি ও অন্যান্য বিরোধী দল ছেড়ে যোগদান করছেন তৃণমূলে। এর পাল্টা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, অরূপ রায় আগে তৃণমূলের বিধায়ক, সাংসদদের সামলে রাখুন। বিজেপি থেকে কেউই তৃণমূল দলে যোগদান করছেন না। এসব দিন এখন চলে গেছে। যারা এতদিন ধরে ঘরে বসে ছিলেন, তাদেরকে যোগদান করানো হচ্ছে তৃণমূলে। বিজেপি কর্মীরা পাগল হননি যে, তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবেন। অন্যদিকে, কিছু শিল্পী কাজ হারানোর ভয় থেকে যোগদান করছেন তৃণমূলে। তাঁদেরকে একঘরে করে দেওয়া হচ্ছে, তাই বাধ্য হয়ে তাঁরা যোগদান করছেন তৃণমূলে। আর কেউ তৃণমূলে যোগদান করছেন না।

প্রসঙ্গত, ডুমুরজলায় পাল্টা সভা করতে চলেছে তৃণমূল। অরূপ রায়কে প্রশ্ন করা হয়েছিল যে, বিজেপিকে অনুসরণ করেই কি তৃণমূল এই সভা করতে চলেছে? এ প্রসঙ্গে তিনি জানান যে, কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এই সভা করছে তৃণমূল। বিজেপিকে অনুসরণ করে সভা হচ্ছে না। এরপরই তিনি জানিয়েছিলেন যে, ৭ হাজার কর্মী তৃণমূলে যোগদান করবেন। এ প্রসঙ্গে হাওড়া বিজেপি সদরের সভাপতি সুরজিৎ সাহা জানান যে, লড়াইয়ের ময়দানে দেখা হবে। তৃণমূলে ৭ হাজার যোগদান তো দূরের কথা ৭ হাজার লোক জমায়েত হবে কিনা? সন্দেহ আছে। তিনি জানান অরূপ রায় রংবাজি করতে চাইছেন? না রাজনীতি করতে চাইছেন? তা তিনি বুঝতে পারছেন না।

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!