এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপির কর্মসূচিকে ঘিরে তান্ডব! রণক্ষেত্র উত্তরবঙ্গ

বিজেপির কর্মসূচিকে ঘিরে তান্ডব! রণক্ষেত্র উত্তরবঙ্গ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটতে শুরু করেছে। তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক সংঘর্ষ এখন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। এবার বিজেপির মহিলা মোর্চার মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ির হাসমিচক এলাকা।

বস্তুত, রাজ্যে লাগাতার নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিন শিলিগুড়িতে বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ সহ অন্যান্যরা। পুলিশের পক্ষ থেকে মিছিলের অনুমতি না থাকায় প্রথমেই সেই মিছিল আটকে দেওয়া হয়। আর এরপরই পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের বচসা এবং তার পরবর্তীতে সংঘর্ষ বাধে বলে খবর। যাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বাধা পেয়ে বিজেপির কর্মী-সমর্থকরা পুলিশকে মারধর করেছে। সিসিটিভি ফুটেজে তার যথেষ্ট প্রমাণ রয়েছে।

জানা যায়, এদিন বিজেপি মহিলা মোর্চার এই মিছিলের জেরে পথে আটকে যায় শিলিগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্যের গাড়ি। তবে পুলিশের পক্ষ থেকে বাধা পাওয়ার পরেও বিজেপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেয়।কিন্তু যেভাবে নারীদের সুরক্ষা নিয়ে আন্দোলনের জেরে পুলিশ-বিজেপি সংঘর্ষে দেখা গেল শিলিগুড়িতে, তাতে বিধানসভা নির্বাচনের আগে অশান্তি আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে পুলিশের বিরুদ্ধে সরব হয়ে বিজেপি রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ। একুশের মে মাসে এর জবাব দেব। পুলিশ সমাজের অংশ। আজ আমাদের উপর লাঠিচার্জ করেছে। ছয় মাস বাদে আমাদের সঙ্গেই কাজ করতে হবে।” এদিকে বিজেপির এই কর্মসূচি নিয়ে পাল্টা তাদের কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন, “ওরা সভ্যতার ধার ধারে না। আইনের তোয়াক্কা করে না। বিজেপি বাংলাকে অশান্ত করতে চায়। আমরা তা হতে দেব না।”

এদিকে বিজেপির কর্মসূচি পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া নিয়ে যেভাবে শিলিগুড়িতে রণক্ষেত্রে সৃষ্টি হল, তা নিয়ে দুপক্ষকেই কটাক্ষ করেছেন সিপিএমের অশোক ভট্টাচার্য। তিনি বলেন, “মিছিল আটকে ওদের হিরো বানানোর দরকার কি! মানুষ কি জানে না, বিজেপি দেশজুড়ে কি করছে! আমি কোনোদিন মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ পেলে বলব, বিজেপিকে হিরো বানানোর চেষ্টা করবেন না। বিজেপি তো জিরো।”

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এখন শাসক-বিরোধী রাজনৈতিক সংঘর্ষ হতে দেখা যাচ্ছে। যার ফলে অশান্ত হচ্ছে এলাকা। কিন্তু এবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে যেভাবে পুলিশ-বিজেপি সংঘর্ষের সৃষ্টি হল, তা নিয়ে আইন-শৃঙ্খলার অবনতি দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!