এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি মহিলা প্রার্থীর বাড়িতে আগুন, শারীরিক হেনস্থা করার অভিযোগে উত্তাল উত্তরবঙ্গ

বিজেপি মহিলা প্রার্থীর বাড়িতে আগুন, শারীরিক হেনস্থা করার অভিযোগে উত্তাল উত্তরবঙ্গ

আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিচ্ছিন্ন সন্ত্রাসের ধারা এখন বজায় রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে । এদিন  কোচবিহার-১ ব্লকের পানিশালা ও গাড়োপাড়ায় বিজেপি প্রার্থীদের ওপরে আক্রমন সহ এক প্রার্থীর বাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ উঠলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির করা অভিযোগের ভিত্তিতে জানা গেলো এদিন দুপুরে দুপুরে কোচবিহার-১ ব্লকের দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের গাড়োপাড়া এলাকার বিজেপি প্রার্থী সুস্মিতা সাংমার বাড়িতে আক্রমন করে একদল দুষ্কৃতি ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিজেপি মনোনীত প্রার্থী সুস্মিতা সাংমার ওপরে শারীরিক নির্যাতন ও চালায় দুষ্কৃতিরা বলে ঐ প্রার্থী অভিযোগ করেছেন। প্রার্থী’র মামা হ্যারিস সাংমা এই ঘটনার প্রতিবাদ করলে তাঁকেও শারীরিক নিগ্রহের শিকার হতে হয় বলে জানা গেছে। এই ঘটনার জেরে তাঁর মাথা ফেটে গেলে চিকিৎসার জন্যে তাঁকে কোচবিহার এম জে এন হাসপাতালে ভর্তি করা হয়। গেরুয়া শিবির সূত্রে অভিযোগ এদিনের ঘটনায় আক্রমনকারী আততায়ীরা আদতে তৃণমূল কংগ্রেসের আশ্রিত বাহিনী। অন্যদিকে ঐ একই ব্লকের  পানিশালা গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকায় বিজেপি প্রার্থী ও তাঁর প্রস্তাবকের বাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ উঠলো । এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনার সমস্ত অভিযোগের দায় উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস দলের কোচবিহার জেলা সভাপতি আব্দুল জলিল আহমেদ পাল্টা অভিযোগ করে বললেন, গাড়োপাড়ায় তাঁদের মিছিলের ওপর হামলা চালায় বিজেপি। এই ঘটনার জেরে দুই জন তৃণমূল কংগ্রেস দলীয় কর্মী আহত হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!