এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বুদ্ধ-মমতাকে মিলিয়ে দিলেন বিজেপি নেতা! নবান্নের গেটে পড়ল তালা!

বুদ্ধ-মমতাকে মিলিয়ে দিলেন বিজেপি নেতা! নবান্নের গেটে পড়ল তালা!

রাজ‍্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আজ রাজ‍্য বিজেপি লালবাজার অভিযানের কর্মসূচী নিয়েছে। মূলত সন্দেশখালির ন‍্যাজাট সহ গোটা রাজ‍্য জুড়ে যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের ওপর আক্রমণ নেমে আসছে তারই প্রতিবাদে এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়েছে এই মিছিল।

প্রথম থেকেই মিছিল আটকাতে তৎপর কলকাতা পুলিশ, জায়গায় জায়গায় ব্যারিকেড করার পাশাপাশি তৈরী ছিল জলকামানও। নিরাপত্তার জন্য ললবাজার থানার দুটি গেট বন্ধ রাখা হয়েছিল, মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ। বিজেপি কর্মীদের হাতে প্রথম ব্যারিকেড ভাঙতেই, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান চালায়। এমনকি, বিজেপির মিছিলে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে মিছিল আটকানোর চেষ্টা করে কলকাতা পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুলিশের এই পদক্ষেপ দেখে, বিজেপির কিছু কর্মী মিছিল থেকে পুলিশের দিকে ইঁট ছোড়ে বলে অভিযোগ ওঠে। ফলে, পাল্টা মিছিলে লাঠিচার্জ শুরু করে কলকাতা পুলিশ। এরই মাঝে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে গুরুতর ভাবে অসুস্থ হয়ে পরলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তাঁকে দলীয় কর্মীরা ধরাধরি করে মিছিলের বাইরে নিয়ে গিয়ে শুশ্রূষার চেষ্টা করছেন।

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এ রাজ‍্যে পালাবদলের আগে মমতা ব‍্যানার্জী যা যা অভিযোগ তৎকালীন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে করতেন, আজ সেই সকল অভিযোগই রাজ‍্যের মানুষ মমতা ব‍্যানার্জীর তৃণমূল সরকারের বিরুদ্ধে তুলছে। পাশাপাশি তিনি এটাও জানান, আজকে কলকাতা পুলিশ কোনও প্ররোচনা ছাড়াই বিজেপির শান্তিপূর্ণ মিছিলের ওপর কাঁদানে গ‍্যাস প্রয়োগ করছে। আর তৃণমূলের গুন্ডাবাহিনী পুলিশের পেছন থেকে ইঁট পাথর ছুঁড়ছে। এদিকে, গন্ডগোলের আশঙ্কায় তালা দেওয়া হলো নবান্নের গেটে বলে সূত্রের খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!