এখন পড়ছেন
হোম > জাতীয় > লালুপ্রসাদ একাই কি বিজেপির কেন্দ্রে ফেরা আটকে দেবেন? সামনে এল চাঞ্চল্যকর তথ্য

লালুপ্রসাদ একাই কি বিজেপির কেন্দ্রে ফেরা আটকে দেবেন? সামনে এল চাঞ্চল্যকর তথ্য


বিহারের আরজেডি সুপ্রিমো তথা প্রাক্তন মুখমন্ত্রী লালুপ্রসাদ যাদবের জেলযাত্রাকে কেন্দ্রের শাসক সরকারের জন্য একরকম অশুভ ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। এর আগে যতবার লালুপ্রসাদ যাদব বিভিন্ন অভিযোগে জেলে গিয়েছেন তার ঠিক দু বছরের মধ্যে কেন্দ্রে শাসক সরকারের পতন হয়ছে। এই ঘটনা ব্যাঙ্গার্থে হলেও ‘টু ইয়ার এফেক্ট থিয়োরি’ শিরোনামে খ্যাত হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর আজ এই তথ্য সোস্যাল মিডিয়ার দৌলতে রীতিমতো বিখ্যাত হয়ে উঠেছে। উল্লেখ্য ১৯৭৫ সালে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যে সরকার বিরোধী আন্দোলন হয়েছিল, তারই জেরে জেলে যেতে হয়েছিল অবিভক্ত জনতা দলের যুব নেতা লালুপ্রসাদ যাদবকে। আর তার দু’বছর পরই ১৯৭৭ সালের ভোটে হেরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। দিল্লীতে প্রথমবারের জন্যে অকংগ্রেসী সরকার প্রতিষ্ঠিত হলো। একইভাবে ১৯৯৬ সালে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জেলে যেতে হল বিহারের মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে। তার দুবছর পরই ইন্দ্রকুমার গুজরাল সরকারের পতন ঘটে। প্রথমবার বিজেপি সরকার ক্ষমতায় এলো। এরপর ২০০২ সালে ফের গ্রেফতার হন লালুপ্রসাদ যাদব। অটলবিহারী বাজপেয়ী সরকারেরও পতন ঘটে ঠিক তার দুবছর পরেই। ২০১২ সালে আবারও জেলে যান আরজেডি প্রধান। আর ২০১৪ সালে ইউপিএ-টু সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর রাজ্যপাট হারান। দ্বিতীয় দফায় কেন্দ্রে বিজেপি শাসন প্রতিষ্ঠিত হয়। আর লালুপ্রসাদ যাদবের সর্বশেষ জেলযাত্রার খতিয়ান দেখলে জানা যায় ২০১৭-তেই শেষবার জেলযাত্রা হয়েছে বর্ষীয়ান এই আরজেডি নেতার। ২০১৯ তে লোকসভা নির্বাচন। এখন বহুভাবে পরীক্ষিত ‘টু-ইয়ার এফেক্ট থিয়োরি’ এবারেও তার ফলাফলের ক্ষেত্রে অবিচল থাকবে কী না সেদিকে তাকিয়ে দিন গুনছে সমগ্র দেশবাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!