এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি নেতার আত্মীয়ের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগ, শোরগোল দেশজুড়ে

বিজেপি নেতার আত্মীয়ের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগ, শোরগোল দেশজুড়ে


অমিত শাহের পুত্র জয় শাহের পর অন্য এক বিজেপি নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারীর অভিযোগ উঠল। প্রসঙ্গতঃ একাধিক বিদেশি সংস্থা গুরগাঁওয়ের একটি রিয়েল এস্টেট সংস্থা আইআরইও-র বিরুদ্ধে মোট  প্রায় ১০ হাজার কোটির জালিয়াতির মামলা করেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো সরকারী দফতর থেকে এই সংস্থাটির বিরুদ্ধে পদক্ষেপ করেনি।

রাজনৈতিক মহলের মতে এই দুর্নীতি কাণ্ডে সরকারী মদত রয়েছে বলেই সরকারী দফতর গুলি এত নিস্পৃহ রয়েছে। এদিকে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, বিগত ৫ মাস যাবত মার্কিন সংস্থা অক্সন ক্যাপিটল এবং টাইগার পার্টনার্স সহ বিশ্বের একাধিক প্রথম সারির লগ্নিকারি সংস্থা এই সংস্থাটিতে বিনিয়োগ করেছে। এই সংস্থাটিকে কাজের জন্যে নির্বাচন করেছিলো স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নটরে ডাম বিশ্ববিদ্যালয়।

বর্তমানে প্রত্যেকটি বিশ্বখ্যাত সংস্থা  ‘ইয়েরো’-র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদের দাবি, সংস্থাটি তাদের কাছে টাকা নিয়েও পরিবর্তে কাজ করেনি। এখন অগ্রিম বাবদ দেওয়ার অর্থও ফিরিয়ে দিচ্ছেনা। এমনকি সিবিআই, ইডির মতো শীর্ষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় ‘ইয়েরো’-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও গত ৫ মাস ধরেই সরকারী এই সংস্থা গুলি নিস্ক্রিয় রয়েছেন। সর্ব ভারতীয় ঐ সংস্থা আরোও দাবি করে যে , যেসব তদন্তকারী সংস্থায় ‘ইয়েরো’-র বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে সবকটি সংস্থাতেই তারা যোগাযোগ করেছিল।

যোগাযোগ করা হয়েছিলো প্রধানমন্ত্রীর দফতরে এমনকি হরিয়ানার আবগারি দফতরে ও। কিন্তু কোথাও থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। উল্লেখ্য  রিয়েল এস্টেট সংস্থা ‘ইয়েরো’-র ম্যানেজিং ডিরেক্টর ললিত গোয়েল স্থানীয় প্রভাবশালী বিজেপি নেতা শুধাংশু মিত্তলের শ্যালক। তাঁর সাথে শাসক দলের প্রত্যেক নেতা মন্ত্রীর যোগাযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি রাজনৈতিক দলের আশ্রয়ে থাকার জন্যেই দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসন আদালত সবকিছুকেই কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এত নিরাপদে রয়েছেন অভিযুক্ত ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!