ফের পুরস্কার বিতর্কে নাম জড়াল বিজেপির হেভিওয়েট নেতার রাজ্য May 8, 2018 বেঁফাস মন্তব্যের জেরে সংবাদ শিরোনামে এলেন প্রতাপশালী বিজেপি নেতা সায়ন্তন বসু। কয়েকদিন আগেই মুকুল রায় স্মার্টফোনে দেবর কথা বলেছিলেনjar ফলে বিতর্ক হয় এবং থানায় তাঁর নামে নির্বাচনি বিধিভঙ্গের দায়ে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু তার পরেও সেই একই বিষয়ে মন্তব্য করে ফের বিতর্ক বাড়ালেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সোমবার রাতে তিনি বীরভূমের রাজনগরে দলীয় প্রচার কার্যে একটি সভায় উপস্থিত ছিলেন। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে প্রচার মঞ্চ থেকে এদিন এলাকাবাসীর উদ্দেশ্যে এই বিজেপি নেতা অবান্তর কিছু কথা বললেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্যে ঐ এলাকার স্থানীয় মানুষকে নিজের ভাষণে তিনি বললেন, ” বিজেপিকে জেতাতে পারলে ১০ লক্ষ টাকা ‘পুরস্কার’ দেওয়া হবে। বিজেপির পার্টি ফান্ড থেকেই ওই টাকা বরাদ্দ করা হবে ।” এছাড়াও তিনি নিজের ভাষণে দলীয় কর্মীদের একজোট হয়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়ার জন্যে প্রশংসা করলেন। এবং আগামী দিনেও দলের প্রয়োজনেই দলীয় সংগঠন মজবুত রাখার আর্জি জানালেন। এই সব নিয়ে যে আবার শাসকদল সরব হবে তা আর বিকলার অপেক্ষা রাখে না। আপনার মতামত জানান -